ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ব্ল্যাক ফাঙ্গাসে সন্দেহজনক রোগীর অবস্থা স্থিতিশীল

  • আপডেট সময় : ০১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাসের সন্দেহজনক রোগীর জ্বর রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু চূড়ান্ত মতামত দিতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন।
গতকাল বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সাতক্ষীরা থেকে আসা এই রোগী ঈদের পরদিন তার অধীনে হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায় এক থেকে দেড়মাস আগে করোনা থেকে সুস্থ হন এবং চলে যান। তারপর জ্বরে আক্রান্ত হলে সাতক্ষীরা থেকে তাকে এই হাসপাতালে পাঠানো হয়।’
অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এই রোগীর বয়স ৫৩ বছর। তার অ্যাজমা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে। চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার কতটা উন্নতি হলো জানতে চাইলে অধ্যাপক দেলোয়ার বলেন, ‘এটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তার চিকিৎসাটা দীর্ঘমেয়াদি। দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চিকিৎসা দিতে হয়, কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছে মাত্র কয়েকদিন হলো।’
চিকিৎসায় সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘তার অবস্থা কী হবে সেটা সম্পর্কে এখনই কিছু বলা প্রি-ম্যাচিউর কমেন্ট হবে।’
প্রসঙ্গত, রাজধানীর বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দুই জন রোগী ভর্তি আছেন, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) জানিয়েছে, এটা নিশ্চিত হতে হলে তাদের সব পরীক্ষা শেষ করতে হবে। আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নমুনা পরীক্ষার পর আমরা এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো। ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা সংগ্রহ করা হবে।’ তিনি আরও বলেন, ‘তারা বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নমুনা এনে পরীক্ষা করা হবে। আমাদের এখানে নমুনা পরীক্ষা করে তারপর নিশ্চিত বলা যাবে রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্ল্যাক ফাঙ্গাসে সন্দেহজনক রোগীর অবস্থা স্থিতিশীল

আপডেট সময় : ০১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাসের সন্দেহজনক রোগীর জ্বর রয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু চূড়ান্ত মতামত দিতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন।
গতকাল বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সাতক্ষীরা থেকে আসা এই রোগী ঈদের পরদিন তার অধীনে হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায় এক থেকে দেড়মাস আগে করোনা থেকে সুস্থ হন এবং চলে যান। তারপর জ্বরে আক্রান্ত হলে সাতক্ষীরা থেকে তাকে এই হাসপাতালে পাঠানো হয়।’
অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এই রোগীর বয়স ৫৩ বছর। তার অ্যাজমা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে। চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার কতটা উন্নতি হলো জানতে চাইলে অধ্যাপক দেলোয়ার বলেন, ‘এটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তার চিকিৎসাটা দীর্ঘমেয়াদি। দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চিকিৎসা দিতে হয়, কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছে মাত্র কয়েকদিন হলো।’
চিকিৎসায় সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘তার অবস্থা কী হবে সেটা সম্পর্কে এখনই কিছু বলা প্রি-ম্যাচিউর কমেন্ট হবে।’
প্রসঙ্গত, রাজধানীর বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দুই জন রোগী ভর্তি আছেন, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) জানিয়েছে, এটা নিশ্চিত হতে হলে তাদের সব পরীক্ষা শেষ করতে হবে। আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নমুনা পরীক্ষার পর আমরা এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো। ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা সংগ্রহ করা হবে।’ তিনি আরও বলেন, ‘তারা বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নমুনা এনে পরীক্ষা করা হবে। আমাদের এখানে নমুনা পরীক্ষা করে তারপর নিশ্চিত বলা যাবে রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।’