সোমা মুৎসুদ্দী : কবির বয়স একটা জায়গায় থাকে স্থির,
যেনো দৃষ্টিনন্দন কোনো বনসাই
সাজানো থাকে ড্রইংরুমে গৃহিনীর শুভ্র হাতের ছোঁয়া য়।
গৃহিনীর নিয়মিত পরিচর্যায় হয় অপূর্ব সব বনসাই,
আর পাঠকের ভালোবাসা ও শুভকামনায়,
কবির কবিতাগুলো যেনো প্রাণ ফিরে পায়।
কবির বয়স থাকে একটা জায়গায় স্থির, কবিতারা হয় বাড়ন্ত,র
কবির কবিতা পড়ে হয়, পাঠক প্রাণবন্ত।
কবির মনটা থাকে সবুজ, ভাবনারা হয় অবুঝ।
কবির বয়স থাকে স্থির নির্দিষ্ট একটি সীমানায়,
কবির বয়সটা যেন,দৃষ্টিনন্দন এক বনসাই।
কবির বয়স ও দৃষ্টিনন্দন বনসাই-
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ