ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গম্ভীর ও তার পরিবারকে হত্যার হুমকি আইসিস কাশ্মিরের

  • আপডেট সময় : ০৮:৪৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর এখন বিজেপির সাংসদ (এমপি)। পূর্ব দিল্লির প্রতিনিধিত্বকারী এই এমপিকে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠন আইসিস কাশ্মির। গম্ভীরের পক্ষ থেকে দিল্লি পুলিশের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর রাজধানীতে অবস্থিত গম্ভীরের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ কর্মকর্তা শ্বেতা চৌহান বলেছেন, ‘ই-মেইলের মাধ্যমে আইসিস কাশ্মিরের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। তদন্ত চলমান। গম্ভীরের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
পূর্ব দিল্লির এই সরকারদলীয় সাংসদ মঙ্গলবার একটি ই-মেইল পান। তারপরই ৪০ বছর বয়সী সাবেক ক্রিকেটার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেন।
গম্ভীরের পিএস গৌরব অরোরা সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিসিপির কাছে একটি চিঠি দিয়েছেন, যা পৌঁছায় গণমাধ্যমের হাতে। সেখানে লেখা, ‘মঙ্গলবার সন্ধ্যায় গৌতম গম্ভীরের অফিসিয়াল ই-মেইল আইডিতে আইসিস কাশ্মিরের কাছ থেকে একটি মেইল পেয়েছি। মেইলে এমপি ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাকে তদন্ত করার ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গম্ভীর ও তার পরিবারকে হত্যার হুমকি আইসিস কাশ্মিরের

আপডেট সময় : ০৮:৪৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর এখন বিজেপির সাংসদ (এমপি)। পূর্ব দিল্লির প্রতিনিধিত্বকারী এই এমপিকে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠন আইসিস কাশ্মির। গম্ভীরের পক্ষ থেকে দিল্লি পুলিশের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর রাজধানীতে অবস্থিত গম্ভীরের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ কর্মকর্তা শ্বেতা চৌহান বলেছেন, ‘ই-মেইলের মাধ্যমে আইসিস কাশ্মিরের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। তদন্ত চলমান। গম্ভীরের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
পূর্ব দিল্লির এই সরকারদলীয় সাংসদ মঙ্গলবার একটি ই-মেইল পান। তারপরই ৪০ বছর বয়সী সাবেক ক্রিকেটার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেন।
গম্ভীরের পিএস গৌরব অরোরা সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিসিপির কাছে একটি চিঠি দিয়েছেন, যা পৌঁছায় গণমাধ্যমের হাতে। সেখানে লেখা, ‘মঙ্গলবার সন্ধ্যায় গৌতম গম্ভীরের অফিসিয়াল ই-মেইল আইডিতে আইসিস কাশ্মিরের কাছ থেকে একটি মেইল পেয়েছি। মেইলে এমপি ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাকে তদন্ত করার ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’