ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে ভিআর চিকিৎসার অনুমোদন

  • আপডেট সময় : ০৩:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) পিঠের দীর্ঘস্থায়ী ব্যথার জন্য চিকিৎসা হিসেবে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সিস্টেমকে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে এফডিএ গত কয়েক বছর ধরে যেসব ডিজিটাল থেরাপিউটিকসের অনুমোদন দিয়েছে, সেটা সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হলো।
এফডিএ তার বিবৃতিতে বলেছে, এই প্রযুক্তিতে একটি ভিআর হেডসেট ও একটি ডিভাইস রয়েছে— যা শ্বাস-প্রশ্বাসের অনুশীলনে সহায়তা করার জন্য ব্যবহারকারীর শ্বাসের শব্দকে প্রশস্ত করে। প্রোগ্রামটি শিথিলকরণ, বিভ্রান্তি এবং অভ্যন্তরীণ সংকেত সম্পর্কে সচেতনতার মাধ্যমে ব্যথার সমাধান করে। এই অনুমোদনের আগে এফডিএ ১৭৯ জনের ওপর আট সপ্তাহের একটি গবেষণা চালায়, যাদের ছয় মাস বা তারও বেশি সময় ধরে পিঠে ব্যথা ছিল। এই গবেষণার ফলের তথ্যের ভিত্তিতে এটিকে অনুমোদন দেয় সংস্থাটি।
এফডিএ’র নিউরোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল মেডিসিন ডিভাইস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ক্রিস্টোফার লোফটাস এক বিবৃতিতে বলেন, ‘ভিআর সিস্টেমটি পিঠের ব্যথার জন্য ওষুধের একটি বিকল্প হতে পারে। গবেষণা দেখা দেখা গেছে, মনস্তাত্ত্বিক পদ্ধতিগুলো কিছু মানুষের দীর্ঘস্থায়ী ব্যথার জন্য কার্যকর চিকিৎসা হতে পারে। এই ভিআর তৈরি করেছে অ্যাপ্লাইডভিআর নামের একটি কোম্পানি— যারা ব্যথা, পোড়া ব্যথা বা প্রসবকালীন ব্যথার চিকিৎসার বিকল্প হিসেবেও একটি প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা চালাচ্ছে। সূত্র: দ্য ভার্জ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে ভিআর চিকিৎসার অনুমোদন

আপডেট সময় : ০৩:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) পিঠের দীর্ঘস্থায়ী ব্যথার জন্য চিকিৎসা হিসেবে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সিস্টেমকে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে এফডিএ গত কয়েক বছর ধরে যেসব ডিজিটাল থেরাপিউটিকসের অনুমোদন দিয়েছে, সেটা সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হলো।
এফডিএ তার বিবৃতিতে বলেছে, এই প্রযুক্তিতে একটি ভিআর হেডসেট ও একটি ডিভাইস রয়েছে— যা শ্বাস-প্রশ্বাসের অনুশীলনে সহায়তা করার জন্য ব্যবহারকারীর শ্বাসের শব্দকে প্রশস্ত করে। প্রোগ্রামটি শিথিলকরণ, বিভ্রান্তি এবং অভ্যন্তরীণ সংকেত সম্পর্কে সচেতনতার মাধ্যমে ব্যথার সমাধান করে। এই অনুমোদনের আগে এফডিএ ১৭৯ জনের ওপর আট সপ্তাহের একটি গবেষণা চালায়, যাদের ছয় মাস বা তারও বেশি সময় ধরে পিঠে ব্যথা ছিল। এই গবেষণার ফলের তথ্যের ভিত্তিতে এটিকে অনুমোদন দেয় সংস্থাটি।
এফডিএ’র নিউরোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল মেডিসিন ডিভাইস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ক্রিস্টোফার লোফটাস এক বিবৃতিতে বলেন, ‘ভিআর সিস্টেমটি পিঠের ব্যথার জন্য ওষুধের একটি বিকল্প হতে পারে। গবেষণা দেখা দেখা গেছে, মনস্তাত্ত্বিক পদ্ধতিগুলো কিছু মানুষের দীর্ঘস্থায়ী ব্যথার জন্য কার্যকর চিকিৎসা হতে পারে। এই ভিআর তৈরি করেছে অ্যাপ্লাইডভিআর নামের একটি কোম্পানি— যারা ব্যথা, পোড়া ব্যথা বা প্রসবকালীন ব্যথার চিকিৎসার বিকল্প হিসেবেও একটি প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা চালাচ্ছে। সূত্র: দ্য ভার্জ