খুলনা সংবাদদাতা : খুলনায় এক গৃহবধূকে গণধর্ষণের (২৫) অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- খালিশপুর বঙ্গবাসী স্কুল গলির বাসিন্দা সাঈদ (৩৫), পিপলস গেট রেললাইন এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৩৫), একই এলাকার বাসিন্দা সুমন (১৮) ও পিপলস পাঁচতলা এলাকার বাসিন্দা নাজমুল (২০)। মঙ্গলবার (২৫ মে) রাত ১০টার দিকে খালিশপুর নিউমার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে ওই গৃহবধূ গণধর্ষণের শিকার হন। ওই নারী গতকাল বুধবার সকাল খালিশপুর থানায় উপস্থিত হয়ে মামলা করলে তাৎক্ষণিক খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার চার আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহম্মেদ বলেন, চার আসামি খালিশপুরের চিহ্নিত চোর ও ছিনতাইকারী।
ধর্ষণের অভিযোগে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ