আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বলকান এই রাষ্ট্রটির পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার মহাসড়কের ওপরেই একটি বাসে আগুন ধরে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ৭ যাত্রীকে দ্রুত উদ্ধার করে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’ নিকোলাই নিকোলভ আরও জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটির নাম্বার প্লেট আরেক বলকান দেশ উত্তর মেসিডোনিয়ার। অন্যদিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত উত্তর মেসিডোনিয়ার দূতাবাসের এক কর্মকর্তা বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের বেশিরভাগই বলকান এই রাষ্ট্রটির।
বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন, নিহত অন্তত ৪৫
ট্যাগস :
বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন
জনপ্রিয় সংবাদ