ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবি ছাত্র মামুন

  • আপডেট সময় : ১০:৩৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক: বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চতুর্থ বর্ষের (৪৬তম ব্যাচ) ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ তালিকা প্রকাশ করেছে।
গবেষণাপত্রের সাইটেশন সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ থেকে মোট ৪০ জন গবেষককে এ তালিকায় রাখা হয়েছে। মামুনের গবেষণা নিবন্ধের সংখ্যা ৯৬টি। ২০২০ সালের পারফরম্যান্স অনুযায়ী র্যাঙ্কিং তালিকায় বাংলাদেশি গবেষকদের মধ্যে ১৩তম অবস্থানে রয়েছে তার নাম।
গবেষক মোহাম্মদ মামুন বলেন, ‘আজকের সফলতার পেছনে প্রতিষ্ঠানের গুরুত্ব ও অবদান অনেক। তবে সারাবিশ্বের দুই শতাংশ গবেষকদের লিস্টে আসার অর্জন অনেক সম্মানের। এই লিস্টে নাম দেখতে পারাটা আমার মতো সামান্য একজন মানুষের জন্য সৌভাগ্যও বটে।’ নিজে গবেষণা ছাড়াও ২০১৭ সালে গবেষণা প্রতিষ্ঠান ‘চিন্তা রিসার্চ বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন মামুন। এর ব্যানারে দেশি-বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।
গবেষক মামুনের সফলতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার বলেন, ‘মামুনের সফলতা আমাদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সে দীর্ঘ পরিশ্রমের ফল পাচ্ছে। আমি অন্য শিক্ষার্থীদের তার কাছ থেকে উৎসাহিত হতে পরামর্শ দেবো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবি ছাত্র মামুন

আপডেট সময় : ১০:৩৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক: বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চতুর্থ বর্ষের (৪৬তম ব্যাচ) ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ তালিকা প্রকাশ করেছে।
গবেষণাপত্রের সাইটেশন সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ থেকে মোট ৪০ জন গবেষককে এ তালিকায় রাখা হয়েছে। মামুনের গবেষণা নিবন্ধের সংখ্যা ৯৬টি। ২০২০ সালের পারফরম্যান্স অনুযায়ী র্যাঙ্কিং তালিকায় বাংলাদেশি গবেষকদের মধ্যে ১৩তম অবস্থানে রয়েছে তার নাম।
গবেষক মোহাম্মদ মামুন বলেন, ‘আজকের সফলতার পেছনে প্রতিষ্ঠানের গুরুত্ব ও অবদান অনেক। তবে সারাবিশ্বের দুই শতাংশ গবেষকদের লিস্টে আসার অর্জন অনেক সম্মানের। এই লিস্টে নাম দেখতে পারাটা আমার মতো সামান্য একজন মানুষের জন্য সৌভাগ্যও বটে।’ নিজে গবেষণা ছাড়াও ২০১৭ সালে গবেষণা প্রতিষ্ঠান ‘চিন্তা রিসার্চ বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন মামুন। এর ব্যানারে দেশি-বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।
গবেষক মামুনের সফলতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার বলেন, ‘মামুনের সফলতা আমাদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সে দীর্ঘ পরিশ্রমের ফল পাচ্ছে। আমি অন্য শিক্ষার্থীদের তার কাছ থেকে উৎসাহিত হতে পরামর্শ দেবো।’