ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বিএনপির সাবেক এমপির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় বুধবার

  • আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী বুধবার। পলাতক এই বিএনপি নেতা বগুড়া-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গতকাল সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগে গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে শুনানি শেষ করা হয়। ২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটকসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ রয়েছে। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আগুনে সব হারিয়ে আহাজারি কড়াইলে বস্তিবাসীর, খোলা মাঠে আশ্রয়

বিএনপির সাবেক এমপির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় বুধবার

আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী বুধবার। পলাতক এই বিএনপি নেতা বগুড়া-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গতকাল সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগে গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে শুনানি শেষ করা হয়। ২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটকসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ রয়েছে। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।