ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

দরিদ্র মানুষের ভূমি অধিকার আদায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

মাহফিজুল ইসলাম রিপন : দরিদ্র মানুষের ভূমি অধিকারের প্রত্যয় নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ভূমিতে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় পার্বতীপুর আঞ্চলিক কার্যালয়ে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)। সভা প্রধান রজব আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেন দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন। অন্যান্যদের মাঝে দৈনিক খবরের পার্বতীপুর প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল এস টেলিভিশনের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী নাজিমুল হক, গ্রাম সহায়ক শামীমুর রহমান, মাঠ পরিবিক্ষক মোছাঃ শামীম ও অভ্যন্তরীণ নিরীক্ষক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জন সংগঠনের প্রতিনিধি বিঞ্চু চন্দ্র রায় এর ধারনাপত্র পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- জন সংগঠনের প্রতিনিধি অঞ্জলী রায়, শাপলাসহ অনেকে। এসময় বক্তারা বলেন- চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর মৌজায় ২৫.৭৮ একর, মোমিনপুর ইউনিয়নের উঃ গোবীন্দপুর মৌজায়১১টি দাগে ৯.৮২ একর, মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গুচ্ছগ্রামের ৬.৩১ একর, একই ইউনিয়নের দূর্গাপুর মৌজার ০.৮৬ একর ও ১৮.৫৩ একর, উত্তর বাসুদেবপুর মৌজায়১২.৪৩ একর খাস ও অর্পিতসহ বিভিন্ন জমি রয়েছে। এসব জমি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে খাস ও অর্পিত জমি বিধি মেনে অসহায় ও ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন- উল্লেখিত জমি লীজ বা বন্দোবস্ত নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এখন পর্যন্ত ৭৮টি আবেদন করা হলেও কোন উত্তর মেলেনি। এছাড়া যশাই বাজার সংলগ্ন ছোট যমুনা নদীর বাঁধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডের অফিসে আবেদন করা হলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিনিয়তই নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোরআন শরীফ অবমাননার অভিযোগ, নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

দরিদ্র মানুষের ভূমি অধিকার আদায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

মাহফিজুল ইসলাম রিপন : দরিদ্র মানুষের ভূমি অধিকারের প্রত্যয় নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ভূমিতে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় পার্বতীপুর আঞ্চলিক কার্যালয়ে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)। সভা প্রধান রজব আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেন দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন। অন্যান্যদের মাঝে দৈনিক খবরের পার্বতীপুর প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল এস টেলিভিশনের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী নাজিমুল হক, গ্রাম সহায়ক শামীমুর রহমান, মাঠ পরিবিক্ষক মোছাঃ শামীম ও অভ্যন্তরীণ নিরীক্ষক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জন সংগঠনের প্রতিনিধি বিঞ্চু চন্দ্র রায় এর ধারনাপত্র পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- জন সংগঠনের প্রতিনিধি অঞ্জলী রায়, শাপলাসহ অনেকে। এসময় বক্তারা বলেন- চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর মৌজায় ২৫.৭৮ একর, মোমিনপুর ইউনিয়নের উঃ গোবীন্দপুর মৌজায়১১টি দাগে ৯.৮২ একর, মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গুচ্ছগ্রামের ৬.৩১ একর, একই ইউনিয়নের দূর্গাপুর মৌজার ০.৮৬ একর ও ১৮.৫৩ একর, উত্তর বাসুদেবপুর মৌজায়১২.৪৩ একর খাস ও অর্পিতসহ বিভিন্ন জমি রয়েছে। এসব জমি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে খাস ও অর্পিত জমি বিধি মেনে অসহায় ও ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন- উল্লেখিত জমি লীজ বা বন্দোবস্ত নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এখন পর্যন্ত ৭৮টি আবেদন করা হলেও কোন উত্তর মেলেনি। এছাড়া যশাই বাজার সংলগ্ন ছোট যমুনা নদীর বাঁধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডের অফিসে আবেদন করা হলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিনিয়তই নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।