ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বাবার কাছেই থাকবে দুই শিশু, বছরে ৩০ দিন পাবেন জাপানি মা

  • আপডেট সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুই সন্তানকে নিয়ে যাওয়ার অনুমতি পেলেন না জাপানি নাগরিক নাকানো এরিকো। বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছেই থাকবে দুই সন্তান। তবে জাপানি মা বছরে তিন বার বাংলাদেশে এসে প্রতিবার ১০ দিন করে দুই শিশুকে নিজের কাছে রাখতে পারবেন। তার আসা যাওয়ার যাতায়াত খরচ দেবেন শিশুদের বাবা ইমরান শরীফ।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। একইসঙ্গে জাপানি মাকে যাতায়াত খরচের ১০ লাখ টাকা সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। হাইকোর্টের আদেশ প্রতিপালন না হলে সংক্ষুব্ধ পক্ষ আদালতে প্রতিকার চাইতে পারবেন। শিশু দুটির বিষয়ে সমাজসেবা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর। তিন মাস পরপর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, জাপানি নাগরিক নাকানো এরিকো (৪৬) ও ইমরান শরীফ (৫৮) ২০০৮ সালের ১১ জুলাই দুজনের ধর্মীয় রীতি অনুযায়ী টোকিওতে বিয়ে করেন। এক যুগের দাম্পত্য জীবনে তারা তিন কন্যাসন্তানের জন্ম দেন। এ দম্পতির ১১, ১০ ও ৭ বছর বয়সী তিন মেয়ে টোকিওর একটি স্কুলে পড়ত। তবে বিভিন্ন কারণে দাম্পত্য বিবাদের জেরে চলতি বছরের গত ১৮ জানুয়ারি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন শিশুদের মা এরিকো। সন্তানদের জিম্মায় চেয়ে টোকিওর পারিবারিক আদালতে গত ২৮ জানুয়ারি মামলা করেন এরিকো। এর মধ্যেই গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান শরীফ। এরপর গত ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন নাকানো এরিকো। এরপর হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট করেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাবার কাছেই থাকবে দুই শিশু, বছরে ৩০ দিন পাবেন জাপানি মা

আপডেট সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দুই সন্তানকে নিয়ে যাওয়ার অনুমতি পেলেন না জাপানি নাগরিক নাকানো এরিকো। বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছেই থাকবে দুই সন্তান। তবে জাপানি মা বছরে তিন বার বাংলাদেশে এসে প্রতিবার ১০ দিন করে দুই শিশুকে নিজের কাছে রাখতে পারবেন। তার আসা যাওয়ার যাতায়াত খরচ দেবেন শিশুদের বাবা ইমরান শরীফ।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। একইসঙ্গে জাপানি মাকে যাতায়াত খরচের ১০ লাখ টাকা সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। হাইকোর্টের আদেশ প্রতিপালন না হলে সংক্ষুব্ধ পক্ষ আদালতে প্রতিকার চাইতে পারবেন। শিশু দুটির বিষয়ে সমাজসেবা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর। তিন মাস পরপর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, জাপানি নাগরিক নাকানো এরিকো (৪৬) ও ইমরান শরীফ (৫৮) ২০০৮ সালের ১১ জুলাই দুজনের ধর্মীয় রীতি অনুযায়ী টোকিওতে বিয়ে করেন। এক যুগের দাম্পত্য জীবনে তারা তিন কন্যাসন্তানের জন্ম দেন। এ দম্পতির ১১, ১০ ও ৭ বছর বয়সী তিন মেয়ে টোকিওর একটি স্কুলে পড়ত। তবে বিভিন্ন কারণে দাম্পত্য বিবাদের জেরে চলতি বছরের গত ১৮ জানুয়ারি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন শিশুদের মা এরিকো। সন্তানদের জিম্মায় চেয়ে টোকিওর পারিবারিক আদালতে গত ২৮ জানুয়ারি মামলা করেন এরিকো। এর মধ্যেই গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান শরীফ। এরপর গত ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন নাকানো এরিকো। এরপর হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট করেন।