অর্থ-বাণিজ্য ডেস্ক : এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ-এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াদুদ ও মোহানপুর পর্যটন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান গ্রাহকদের সুবিধার্থে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংক লিমিটেডের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা মোহনপুর পর্যটন লি.-এ রুম রেন্টের উপর ৩০% ও খাবার মেনুর উপর ১৫% মূল্য ছাড় পাবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাকীর আমীন চৌধুরী, মোহনপুর পর্যটন লি.-এ প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আবু জাফর ও পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং ব্যাংকের কার্ড ডিভিশনের ইন-চার্জ জাকীর হোসেন ছিলেন।


























