ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

১৮-র নিচে, পঞ্চাশোর্ধ্ব বিদেশিরা পাবে না ওমরাহ করার অনুমতি

  • আপডেট সময় : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি মুসলমানদের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটি এখন ১৮-র নিচে এবং পঞ্ঝাশোর্ধ্ব কাউকে ওমরাহ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে গালফ নিউজ। ওমরাহ করতে ইচ্ছুক বিদেশিদের সংখ্যা সীমিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেবল তাই নয়, দেশটিতে ভ্রমণের আগে বিদেশি মুসলমানদের অবশ্যই সৌদি আরব অনুমোদিত কোভিড-১৯ টিকার সব ডোজ নেওয়া থাকতে হবে এবং ইলেকট্রনিক এন্ট্রি ভিসা পেতে সেই টিকা নেওয়ার সনদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দিতে হবে, বলেছে দেশটির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি সম্প্রতি এতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে। দেশটির নাগরিক ও মুসল্লিদেরও একইভাবে অনুমতি নিতে হচ্ছে; তাদেরকে শিশুদের নিয়ে গ্র্যান্ড মসজিদে যেতে মানাও করা হয়েছে।
সংক্রমণ কমে স্থিতিশীল পর্যায়ে আসার পর গত মাসে সৌদি আরব তাদের কোভিড-১৯ সংক্রান্ত অনেক বিধিনিষেধই শিথিল করেছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১৮-র নিচে, পঞ্চাশোর্ধ্ব বিদেশিরা পাবে না ওমরাহ করার অনুমতি

আপডেট সময় : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি মুসলমানদের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটি এখন ১৮-র নিচে এবং পঞ্ঝাশোর্ধ্ব কাউকে ওমরাহ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে গালফ নিউজ। ওমরাহ করতে ইচ্ছুক বিদেশিদের সংখ্যা সীমিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেবল তাই নয়, দেশটিতে ভ্রমণের আগে বিদেশি মুসলমানদের অবশ্যই সৌদি আরব অনুমোদিত কোভিড-১৯ টিকার সব ডোজ নেওয়া থাকতে হবে এবং ইলেকট্রনিক এন্ট্রি ভিসা পেতে সেই টিকা নেওয়ার সনদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দিতে হবে, বলেছে দেশটির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি সম্প্রতি এতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে। দেশটির নাগরিক ও মুসল্লিদেরও একইভাবে অনুমতি নিতে হচ্ছে; তাদেরকে শিশুদের নিয়ে গ্র্যান্ড মসজিদে যেতে মানাও করা হয়েছে।
সংক্রমণ কমে স্থিতিশীল পর্যায়ে আসার পর গত মাসে সৌদি আরব তাদের কোভিড-১৯ সংক্রান্ত অনেক বিধিনিষেধই শিথিল করেছিল।