মহিউদ্দিন বিন জুবায়েদ : দূর আকাশে তারার মেলা
চাঁদের সাথে করছে খেলা
ধানের মাঠে ধান যে দোলে
তারা ও চাঁদের দোর খুলে।
ছোটো নদীর ঢেউয়ের চোটে
ঘুঙুর পায়ে শামুক ছুটে
বাতাস ঢুকে নৌকা পালে
পদ্মফোটা গাঙের গালে।
রাতের জোনাক গন্ধ শুঁকে
গন্ধরাজের ফুলের বুকে
প্রজাপতি যায় যে উড়ে
দূর বহুদূর অচিনপুরে।