শফিকুল আলম সবুজ : দু-চোখ ভরে স্বপ্ন দেখে রঙিন খামে আঁকা
দেড়শো টাকার চা বিক্রিতে চলছে জীবন চাকা।
টাকা ছাড়া আজ সমাজে দাম দিবে না কেউ
তাইতো এদের পেটের ভেতর উঠছে ক্ষিধার ঢেউ।
কেউ দেখে না কেউ দেখে না সবাই থাকে চুপ
সন্ধ্যা হলে ঘরে ফিরে মলিন থাকে রূপ।
গরীব ঘরে জন্ম নেওয়া এই কী ছিলো দোষ?
ধনী তাদের পিষে মারে গরীব যে না খোশ।
এখন শিশুর পড়ার সময় কিন্তু তারা কাজে
পড়ালেখার খরচ বহন করছে না, ‘দেশ মা’ যে।
চা বিক্রেতা এই সুমিকে দেখতে লাগে মায়া
পাঁচ টাকার চা দশ টাকাতে খেতে কীসের হায়া?
এইভাবেও উপকার হয় বাঁচবে এমন সুমি
সুমির মতো হাজার শিশু আজকে বাঁচাও তুমি।
এমন কাউকে যদি দেখো মূল্য দিবে তাঁকে,
উপকারে বাঁচবে তাঁরা মনে তাদের থাকে।