অর্থ-বাণিজ্য ডেস্ক : যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থয়ানে ঢাকার বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিত হত দরিদ্র-জনগোষ্ঠী, নারী ও শিশুদের ফ্রি চিকিৎসা দেয়া হবে। এরই ধারাবাহিকতায় তেজগাঁও শিল্প এলাকায় ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদানের মাধ্যমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ভ্রাম্যমান ফ্রি মেডিকেল সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম,এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ চিকিৎসা সেবা প্রত্যাশি মানুষেরা। উল্লেখ্য, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ভ্রাম্যমান ফ্রি মেডিকেল সার্ভিসের কার্যক্রম বছর ব্যাপি অব্যাহত থাকবে।