ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

পুকুরে ডুবে প্রাণ গেল যমজ শিশুর

  • আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৩) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের মা শারমিন আক্তার বলেন, শিশুদের উঠানে রেখে পাশের রান্নাঘরে কাজ করছিলাম। সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে খেলতে গিয়ে মারা যায় ওরা। পরে দুজনের লাশ পানিতে ভেসে উঠে। শিশুদের বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাই। এ সময় স্ত্রী এবং দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। একপর্যায়ে খবর পাই আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়ে গেছে। দ্রুত ছুটে গিয়ে দেখতে পাই, দুই সন্তান পানিতে ভাসছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, স্বজনরা দুপুরে যমজ দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নেপালে বন্যা-ভূমিধসে ৪৭ জনের মৃত্যু

পুকুরে ডুবে প্রাণ গেল যমজ শিশুর

আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৩) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের মা শারমিন আক্তার বলেন, শিশুদের উঠানে রেখে পাশের রান্নাঘরে কাজ করছিলাম। সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে খেলতে গিয়ে মারা যায় ওরা। পরে দুজনের লাশ পানিতে ভেসে উঠে। শিশুদের বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাই। এ সময় স্ত্রী এবং দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। একপর্যায়ে খবর পাই আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়ে গেছে। দ্রুত ছুটে গিয়ে দেখতে পাই, দুই সন্তান পানিতে ভাসছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, স্বজনরা দুপুরে যমজ দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।