ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

আবরার ফাহাদ হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

  • আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই দিন ধার্য করেন। আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে আটক ২২ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আসামি মো. মুজাহিদুর রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। এই মামলার মোট ২৫ আসামির মধ্যে ২৫ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন আদালত। এর আগে গত ২৪ অক্টোবর প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন শেষ করেন এবং তিনি মামলার ২৫ আসামি সবার মৃত্যুদ- দাবি করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগ তাদের বহিষ্কার করে। ঘটনার পরদিন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবরার ফাহাদ হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই দিন ধার্য করেন। আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে আটক ২২ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আসামি মো. মুজাহিদুর রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। এই মামলার মোট ২৫ আসামির মধ্যে ২৫ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন আদালত। এর আগে গত ২৪ অক্টোবর প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন শেষ করেন এবং তিনি মামলার ২৫ আসামি সবার মৃত্যুদ- দাবি করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগ তাদের বহিষ্কার করে। ঘটনার পরদিন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।