ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

বাবরের অধিনায়কত্বে ভুল দেখছেন জহির খান

  • আপডেট সময় : ১০:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শিরোপা জয়ের আশা জাগিয়েও সেমিফাইনালেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে পাকিস্তানের। সমর্থকেরা দায়ী করছেন হাসান আলীর ক্যাচ মিসকে। পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করা শাহিন আফ্রিদির সেদিন তিন ছক্কা হজম করাকেও অনেকে দায় দিচ্ছেন। আর ম্যাচের প্রকৃত ভুলগুলো নিয়ে আলোচনা চলছে পাকিস্তানের ড্রেসিংরুমে। ভারতের সাবেক পেসার জহির খান অবশ্য মনে করেন, অধিনায়ক বাবর আজমের ভুলেই নাকি পাকিস্তান ম্যাচ হেরেছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে জহির খান বলেছেন, ‘আমার মনে হয়েছে, বাবরের উচিত ছিল শাহিন শাহ আফ্রিদিকে ১৭ ও ১৯তম ওভারে বোলিংয়ে আনা। ওই জায়গাতেই ভুল হয়ে গেছে, বোলার হিসেব করে ওভার বাঁচিয়ে রাখা, সেগুলো কীভাবে কাজে লাগাবে, সেটি ঠিক করা। ১৩ ওভারের পর বাবর শুরু করল রউফকে দিয়ে, এরপর শাহিনকে একটু আগেভাগেই নিয়ে আসে। ও যদি সেটা একটু পরে করত, মাঝে হাসানকে দিয়ে বোলিং করিয়ে নিত, তাহলে ম্যাচটার গতিপথ হয়তো বদলে যেত। কারণ, তখন ওর হাতে ম্যাচের শেষ দিকে ওর মূল বোলারের ১২টি বল বাকি থাকত।’ অনুষ্ঠানে উপস্থিত আরেক সাবেক ভারতীয় তারকা অজয় জাদেজা বলেন, ‘১৫তম ওভারে শাহিনকে আনার উদ্দেশ্য ছিল একটা উইকেট নেওয়া। কারণ, ওয়েড ও স্টয়নিস ছিলেন অস্ট্রেলিয়ার শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান।’ এর বিরোধিতা করে জহির বলেন, ‘পাঁচ উইকেট পড়ে গিয়েছিল, তার মানে আপনি জানতেন, এই দুজন শেষ পর্যন্ত ব্যাট করাই অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি রাখার একমাত্র উপায়। তার মানে ওরা কোনোভাবে পাল্টা আঘাত করতে চাইলে সেটা ইনিংসের শেষের দিকেই করবে। যেটা ওয়েড করেছে। এ রকম পরিস্থিতিই হতে পারত, আর এ রকম মুহূর্তে আপনার সেরা বোলার কিছু রান দিলেও আপনার তাতে কিছু মনে করা উচিত নয়। শাহিন রান দিয়েছে, তাতে কী!

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, পরিস্থিতি এখনো থমথমে

বাবরের অধিনায়কত্বে ভুল দেখছেন জহির খান

আপডেট সময় : ১০:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : শিরোপা জয়ের আশা জাগিয়েও সেমিফাইনালেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে পাকিস্তানের। সমর্থকেরা দায়ী করছেন হাসান আলীর ক্যাচ মিসকে। পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করা শাহিন আফ্রিদির সেদিন তিন ছক্কা হজম করাকেও অনেকে দায় দিচ্ছেন। আর ম্যাচের প্রকৃত ভুলগুলো নিয়ে আলোচনা চলছে পাকিস্তানের ড্রেসিংরুমে। ভারতের সাবেক পেসার জহির খান অবশ্য মনে করেন, অধিনায়ক বাবর আজমের ভুলেই নাকি পাকিস্তান ম্যাচ হেরেছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে জহির খান বলেছেন, ‘আমার মনে হয়েছে, বাবরের উচিত ছিল শাহিন শাহ আফ্রিদিকে ১৭ ও ১৯তম ওভারে বোলিংয়ে আনা। ওই জায়গাতেই ভুল হয়ে গেছে, বোলার হিসেব করে ওভার বাঁচিয়ে রাখা, সেগুলো কীভাবে কাজে লাগাবে, সেটি ঠিক করা। ১৩ ওভারের পর বাবর শুরু করল রউফকে দিয়ে, এরপর শাহিনকে একটু আগেভাগেই নিয়ে আসে। ও যদি সেটা একটু পরে করত, মাঝে হাসানকে দিয়ে বোলিং করিয়ে নিত, তাহলে ম্যাচটার গতিপথ হয়তো বদলে যেত। কারণ, তখন ওর হাতে ম্যাচের শেষ দিকে ওর মূল বোলারের ১২টি বল বাকি থাকত।’ অনুষ্ঠানে উপস্থিত আরেক সাবেক ভারতীয় তারকা অজয় জাদেজা বলেন, ‘১৫তম ওভারে শাহিনকে আনার উদ্দেশ্য ছিল একটা উইকেট নেওয়া। কারণ, ওয়েড ও স্টয়নিস ছিলেন অস্ট্রেলিয়ার শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান।’ এর বিরোধিতা করে জহির বলেন, ‘পাঁচ উইকেট পড়ে গিয়েছিল, তার মানে আপনি জানতেন, এই দুজন শেষ পর্যন্ত ব্যাট করাই অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি রাখার একমাত্র উপায়। তার মানে ওরা কোনোভাবে পাল্টা আঘাত করতে চাইলে সেটা ইনিংসের শেষের দিকেই করবে। যেটা ওয়েড করেছে। এ রকম পরিস্থিতিই হতে পারত, আর এ রকম মুহূর্তে আপনার সেরা বোলার কিছু রান দিলেও আপনার তাতে কিছু মনে করা উচিত নয়। শাহিন রান দিয়েছে, তাতে কী!