ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আগামীতেও জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে: কাদের

  • আপডেট সময় : ০১:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে। এজন্য আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে জনগণ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘বিএনপি নেতারা দেশের কোথাও নাকি শান্তি খ্ুঁজে পাচ্ছেন না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পান। আসলে এই আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার আগুন, এই আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়।’
রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।’
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত।’
বিএনপি এখন ভার্চুয়াল জগতে টিকে আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগামীতেও জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে: কাদের

আপডেট সময় : ০১:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে। এজন্য আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে জনগণ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘বিএনপি নেতারা দেশের কোথাও নাকি শান্তি খ্ুঁজে পাচ্ছেন না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পান। আসলে এই আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার আগুন, এই আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়।’
রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ।’
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত।’
বিএনপি এখন ভার্চুয়াল জগতে টিকে আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।’