ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

বেলারুশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: বাইডেন

  • আপডেট সময় : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড, লিথুনিয়ায় ঢোকার আকাঙ্ক্ষায় বেলারুশ সীমান্তে হাজির হওয়া কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীকে ঘিরে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ, বেলারুশ অভিবাসন প্রত্যাশীদের পোল্যান্ড, লিথুনিয়া দিয়ে ইইউতে ঢোকার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়েছে, নিজেদের ভূখ- ব্যবহার করতে দিয়েছে। মিনস্ক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আমরা মনে করছি, এটি খুবই উদ্বেগের বিষয়। আমাদের উদ্বেগের কথা আমরা রাশিয়াকে জানিয়েছি, বেলারুশকে জানিয়েছে,” অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইই্উ’র ভাষ্য, বেলারুশ তাদের ২৭ দেশের জোটকে অস্থিতিশীল করতে ‘হাইব্রিড আক্রমণ’ চালানোর কথা ভাবছে, তারই অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্তু এলাকগুলো থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে উড়িয়ে বেলারুশ সীমান্তে এনে জড়ো করা হয়েছে এবং তাদেরকে সীমান্ত টপকে ইইউতে অবৈধভাবে ঢুকতে উৎসাহ দিচ্ছে।
বেলারুশ সীমান্তে অবস্থান করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে এসেছেন; বছরের পর বছর বিপর্যয়ের মধ্যে কাটানো এই মানুষগুলোকে এখন বেলারুশ এবং পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্তের মাঝে প্রচ- ঠা-ার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।
ইইউর সদস্য দেশ পোল্যান্ড ও লিথুনিয়া ওই অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে দিচ্ছে না। এরই মধ্যে সীমান্তে আটকে থাকা অভিবাসন প্রত্যাশী কয়েকজনের মৃত্যু হয়েছে; তীব্র শীতে বাকিদেরও একই পরিণতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাইডেন বেলারুশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানানোর কয়েক ঘণ্টা আগে ফ্রান্স সফরে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কণ্ঠেও একইরকম উদ্বেগ ধ্বনিত হয়েছিল।
বেলারুশ পরিস্থিতি নিয়ে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার কথাও হয়েছে। “বেলারুশ খুবই বিরক্তিকর কার্যকলাপে জড়িয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে এ প্রসঙ্গে কথা হয়েছে আমার। বিশ্ব এবং এর নেতারা এখন সেখানে কী ঘটছে তা দেখছে,” সংবাদ সম্মেলনে বলেছেন হ্যারিস।
বেলারুশ অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যে সংকট দেখা দিয়েছে তার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপ তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে সংকট সমাধানে মিনস্ক সহায়তা করতে পারছে না বলেও জানিয়েছে তারা।
২০২০ সালে আলেক্সান্ডার লুকাশেঙ্কোর শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালানোর অভিযোগে ইইউ বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিবাসন প্রত্যাশীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে নতুন সংকট সৃষ্টি করায় মিনস্কের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছে তারা।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেছেন, নতুন নিষেধাজ্ঞা দেওয়া হলে বেলারুশ তাদের ভূখ- হয়ে যে গ্যাস ই্ইউ-র সদস্য দেশগুলোতে যায়, তার লাইন বন্ধ করে দেবে।
গত শুক্রবার ক্রেমলিন বলেছে, গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার মন্তব্য লুকাশেঙ্কোর একার, মস্কোর সঙ্গে এ বিষয়ে তার কোনো ধরনের কথাবার্তা হয়নি। রাশিয়া তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছে তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বেলারুশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: বাইডেন

আপডেট সময় : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড, লিথুনিয়ায় ঢোকার আকাঙ্ক্ষায় বেলারুশ সীমান্তে হাজির হওয়া কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীকে ঘিরে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ, বেলারুশ অভিবাসন প্রত্যাশীদের পোল্যান্ড, লিথুনিয়া দিয়ে ইইউতে ঢোকার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়েছে, নিজেদের ভূখ- ব্যবহার করতে দিয়েছে। মিনস্ক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আমরা মনে করছি, এটি খুবই উদ্বেগের বিষয়। আমাদের উদ্বেগের কথা আমরা রাশিয়াকে জানিয়েছি, বেলারুশকে জানিয়েছে,” অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইই্উ’র ভাষ্য, বেলারুশ তাদের ২৭ দেশের জোটকে অস্থিতিশীল করতে ‘হাইব্রিড আক্রমণ’ চালানোর কথা ভাবছে, তারই অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্তু এলাকগুলো থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে উড়িয়ে বেলারুশ সীমান্তে এনে জড়ো করা হয়েছে এবং তাদেরকে সীমান্ত টপকে ইইউতে অবৈধভাবে ঢুকতে উৎসাহ দিচ্ছে।
বেলারুশ সীমান্তে অবস্থান করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে এসেছেন; বছরের পর বছর বিপর্যয়ের মধ্যে কাটানো এই মানুষগুলোকে এখন বেলারুশ এবং পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্তের মাঝে প্রচ- ঠা-ার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।
ইইউর সদস্য দেশ পোল্যান্ড ও লিথুনিয়া ওই অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে দিচ্ছে না। এরই মধ্যে সীমান্তে আটকে থাকা অভিবাসন প্রত্যাশী কয়েকজনের মৃত্যু হয়েছে; তীব্র শীতে বাকিদেরও একই পরিণতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাইডেন বেলারুশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানানোর কয়েক ঘণ্টা আগে ফ্রান্স সফরে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কণ্ঠেও একইরকম উদ্বেগ ধ্বনিত হয়েছিল।
বেলারুশ পরিস্থিতি নিয়ে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার কথাও হয়েছে। “বেলারুশ খুবই বিরক্তিকর কার্যকলাপে জড়িয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে এ প্রসঙ্গে কথা হয়েছে আমার। বিশ্ব এবং এর নেতারা এখন সেখানে কী ঘটছে তা দেখছে,” সংবাদ সম্মেলনে বলেছেন হ্যারিস।
বেলারুশ অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যে সংকট দেখা দিয়েছে তার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপ তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে সংকট সমাধানে মিনস্ক সহায়তা করতে পারছে না বলেও জানিয়েছে তারা।
২০২০ সালে আলেক্সান্ডার লুকাশেঙ্কোর শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালানোর অভিযোগে ইইউ বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিবাসন প্রত্যাশীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে নতুন সংকট সৃষ্টি করায় মিনস্কের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছে তারা।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেছেন, নতুন নিষেধাজ্ঞা দেওয়া হলে বেলারুশ তাদের ভূখ- হয়ে যে গ্যাস ই্ইউ-র সদস্য দেশগুলোতে যায়, তার লাইন বন্ধ করে দেবে।
গত শুক্রবার ক্রেমলিন বলেছে, গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার মন্তব্য লুকাশেঙ্কোর একার, মস্কোর সঙ্গে এ বিষয়ে তার কোনো ধরনের কথাবার্তা হয়নি। রাশিয়া তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছে তারা।