ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কার্তিকে

  • আপডেট সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে

বিল্লাল মাহমুদ মানিক : কার্তিকে ফসলের মাঠে হাসে ধান,
সবুজ ধানের ক্ষেত জুড়ায় পরান।

কার্তিকে আকাশটা মেঘহীন নীল,
মাছে মাছে ভরা থাকে নদী, খাল, বিল।

কার্তিকে রাতভর ঝরে যে শিশির,
হিমেল বাতাসে মন পায় সুখনীড়।

কার্তিকে ভোরবেলা ঘাসের ডগায়-
শিশিরে সূর্যালোক মুক্তা ঝরায়।

কার্তিকে দেখা যায় পাখিদের মেলা,
ছেলেমেয়ে দলবেঁধে করে নানা খেলা।

কার্তিকে শিউলি ও বকুলের ঘ্রাণ-
সতেজতা দিয়ে ভালো রাখে কত প্রাণ।

কার্তিকে চারপাশে সবুজাভ রূপ-
মুগ্ধ নয়নে দেখে হয়ে যাই চুপ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কার্তিকে

আপডেট সময় : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

বিল্লাল মাহমুদ মানিক : কার্তিকে ফসলের মাঠে হাসে ধান,
সবুজ ধানের ক্ষেত জুড়ায় পরান।

কার্তিকে আকাশটা মেঘহীন নীল,
মাছে মাছে ভরা থাকে নদী, খাল, বিল।

কার্তিকে রাতভর ঝরে যে শিশির,
হিমেল বাতাসে মন পায় সুখনীড়।

কার্তিকে ভোরবেলা ঘাসের ডগায়-
শিশিরে সূর্যালোক মুক্তা ঝরায়।

কার্তিকে দেখা যায় পাখিদের মেলা,
ছেলেমেয়ে দলবেঁধে করে নানা খেলা।

কার্তিকে শিউলি ও বকুলের ঘ্রাণ-
সতেজতা দিয়ে ভালো রাখে কত প্রাণ।

কার্তিকে চারপাশে সবুজাভ রূপ-
মুগ্ধ নয়নে দেখে হয়ে যাই চুপ।