ট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে বসত ঘরে আগুন লেগে পাঁচমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, গতকাল বুধবার ভোর রাতের দিকে পৌর সদরের রঙ্গিপাড়া এক নম্বর ওয়ার্ডে এই অগ্নিকা- ঘটে। জীবন্ত দগ্ধ শিশুটির নাম মো. রাকিব। এক বৃদ্ধাসহ দগ্ধ আরও পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাটহাজারী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভোর রাতের দিকে ওই ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ছয়টি ঘর পুড়ে যায়। দগ্ধ শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকার মত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক আহমেদ বলেন, যে ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল, তাদের মধ্যে পাঁচমাস বয়সী শিশুটি সকালে মারা গেছে। দগ্ধ বাকি পাঁচজনের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লাকির (৪৯) শরীরের ১০ শতাংশ, ছেনোয়ারার (৮০) শরীরের ১০ শতাংশ, মানিকের (১৫) শরীরের ২৫ শতাংশ, বৃষ্টির (১৮) শরীরের ৭৫ শতাংশ এবং আনোয়ারার (৩৫) শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
জনপ্রিয় সংবাদ























