টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এই নির্বাচনে ৭৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের তিনজন প্রার্থী নির্বাচিত হন। তবে ওই ইউপিতে সদস্য পদে নির্বাচন হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৫ টি ইউপিতে নির্বাচন হবে। এতে দেলদুয়ারে সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৪৪ জন, ধনবাড়িতে ৭টি ইউনিয়নে ২১ জন ও সখীপুরে চারটি ইউনিয়নে ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে ওই ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ১৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
টাঙ্গাইলের ১৫ ইউপিতে নির্বাচন আজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ