আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ সরবরাহ করেছে চীন। বলা হচ্ছে, চীন থেকে রপ্তানি করা সবচেয়ে বড় এবং আধুনিক যুদ্ধজাহাজ এটি। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজটি নির্মাণ করেছে চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএসএসসি’। সাংহাইতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাজটি পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
গত সোমবার গ্লোবাল টাইমসে পাঠানো বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ‘টাইপ ০৫৪এ/পি’ মডেলের ফ্রিগেটটির নাম রাখা হয়েছে ‘পিএনএস তুগরিল’।
পাকিস্তানের জন্য এই মডেলের মোট চারটি যুদ্ধজাহাজ নির্মাণ করছে চীন। সেগুলোর মধ্যে প্রথম চালানে পিএনএস তুগরিল হাতে পেল দেশটি। চীনের তৈরি যুদ্ধজাহাজটি আধুনিক সব প্রযুক্তি দিয়ে সাজানো। ভূমি থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে, এমনকি পানির নিচেও শত্রুপক্ষকে আঘাত হানতে সক্ষম এটি। পাশাপাশি নজরদারি চালাতেও কাজে আসবে জাহাজটি। রয়েছে আধুনিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাও।
সিএসএসসির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজটির হস্তান্তর চীন ও পাকিস্তানের বন্ধুত্বের আরও একটি অর্জন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব সামনের দিকে এগিয়ে যাবে।
চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ হাতে পেল পাকিস্তান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ