ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝে না চীনের নেতারা: দালাই লামা

  • আপডেট সময় : ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনা নেতাদের একহাত নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি বলেছেন, চীনের নেতারা দেশটিতে ‘বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না’। সেখানে তাদের প্রধান জাতিগোষ্ঠী হান জাতির নিয়ন্ত্রণ খুব বেশি। গতকাল বুধবার জাপানের রাজধানী টোকিও থেকে সম্প্রচারিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন ৮৬ বছরের এই ধর্মগুরু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভারত থেকে অনলাইনে টোকিওর ওই সংবাদ সম্মেলনে যুক্ত হন দালাই লামা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চীনা ভাই-বোনদের’ প্রতি তার কোনও বিদ্বেষ নেই। একজন মানুষ হিসেবে তিনি বরং কমিউনিস্ট ও মার্কসবাদীদের চিন্তাভাবনা ভীষণভাবে সমর্থন করেন। এই ধর্মগুরু বলেন, ‘আমি মাও সেতুং-এর সময় থেকেই কমিউনিস্ট পার্টির নেতাদের চিনি। তাদের ধারণাগুলো ভালো। কিন্তু কখনও কখনও তারা অনেক চরম, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।’ তিব্বত এবং উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং সম্পর্কে তিনি বলেন, এই অঞ্চলগুলোর স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। কিন্তু চীনের সংকীর্ণ কমিউনিস্ট নেতারা বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য বোঝেন না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝে না চীনের নেতারা: দালাই লামা

আপডেট সময় : ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনা নেতাদের একহাত নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি বলেছেন, চীনের নেতারা দেশটিতে ‘বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না’। সেখানে তাদের প্রধান জাতিগোষ্ঠী হান জাতির নিয়ন্ত্রণ খুব বেশি। গতকাল বুধবার জাপানের রাজধানী টোকিও থেকে সম্প্রচারিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন ৮৬ বছরের এই ধর্মগুরু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভারত থেকে অনলাইনে টোকিওর ওই সংবাদ সম্মেলনে যুক্ত হন দালাই লামা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চীনা ভাই-বোনদের’ প্রতি তার কোনও বিদ্বেষ নেই। একজন মানুষ হিসেবে তিনি বরং কমিউনিস্ট ও মার্কসবাদীদের চিন্তাভাবনা ভীষণভাবে সমর্থন করেন। এই ধর্মগুরু বলেন, ‘আমি মাও সেতুং-এর সময় থেকেই কমিউনিস্ট পার্টির নেতাদের চিনি। তাদের ধারণাগুলো ভালো। কিন্তু কখনও কখনও তারা অনেক চরম, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।’ তিব্বত এবং উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং সম্পর্কে তিনি বলেন, এই অঞ্চলগুলোর স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে। কিন্তু চীনের সংকীর্ণ কমিউনিস্ট নেতারা বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য বোঝেন না।