ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

  • আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার লালবাগে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের সীমানা প্রাচীর ধসে প্রাণ গেছে এক শিশুর। লালবাগ থানার এসআই আব্দুল কাদের জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ৭ নম্বর শেখ সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাত বছর বয়সী ছেলেটির নাম জিহাদ। লালবাগের সমাজ সেবা অধিদপ্তরের একটি স্কুলের শিশু শ্রেণিতে পড়ত সে। এসআই আব্দুল কাদের বলেন, শহীদনগরের বাসা থেকে বাবা মো. নাছিরের সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল জিহাদ। “ওয়েস্ট এন্ড স্কুলের কাছে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের সীমানা দেয়াল হঠাৎ রাস্তার ওপর ধসে পড়লে জিহাদ আহত হয়।” উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ছেলেটি আগেই মারা গেছে। স্থানীয় বিসমিল্লাহ স্টোরের কর্মচারী সোহেল ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, রাস্তায় তখন আরো অনেকে চলাচল করছিল। বাবার পেছনে পেছনে হেঁটে যাচ্ছিল শিশুটি। “স্টাফ কোয়ার্টারের দেয়ালের দশ থেকে ১৫ ফুট অংশ হঠাৎ রাস্তার দিকে হেলে ধসে পড়ে। পরে দেখি বাচ্চাটার বাবা চিৎকার করছেন।” এসআই কাদের জানান, দেয়াল ধসে পড়ায় ইটের আঘাত লেগেছিল জিহাদের মাথায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার লালবাগে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের সীমানা প্রাচীর ধসে প্রাণ গেছে এক শিশুর। লালবাগ থানার এসআই আব্দুল কাদের জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ৭ নম্বর শেখ সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাত বছর বয়সী ছেলেটির নাম জিহাদ। লালবাগের সমাজ সেবা অধিদপ্তরের একটি স্কুলের শিশু শ্রেণিতে পড়ত সে। এসআই আব্দুল কাদের বলেন, শহীদনগরের বাসা থেকে বাবা মো. নাছিরের সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল জিহাদ। “ওয়েস্ট এন্ড স্কুলের কাছে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের সীমানা দেয়াল হঠাৎ রাস্তার ওপর ধসে পড়লে জিহাদ আহত হয়।” উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ছেলেটি আগেই মারা গেছে। স্থানীয় বিসমিল্লাহ স্টোরের কর্মচারী সোহেল ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, রাস্তায় তখন আরো অনেকে চলাচল করছিল। বাবার পেছনে পেছনে হেঁটে যাচ্ছিল শিশুটি। “স্টাফ কোয়ার্টারের দেয়ালের দশ থেকে ১৫ ফুট অংশ হঠাৎ রাস্তার দিকে হেলে ধসে পড়ে। পরে দেখি বাচ্চাটার বাবা চিৎকার করছেন।” এসআই কাদের জানান, দেয়াল ধসে পড়ায় ইটের আঘাত লেগেছিল জিহাদের মাথায়।