ক্রীড়া ডেস্ক : ২০১২ সালের পর প্রথমবার কোনো আইসিসি ইভেন্টের নকআউটে যেতে পারল না ভারত। এক ম্যাচ আগেই শেষ হয়ে গেছে তাদের বিশ্বকাপ ভাগ্য। বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত হতে সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলকে দারুণ উপলক্ষ ভেবেছিল তারা। কিন্তু তা বুমেরাং হয়ে আরো সর্বনাশ করেছে। মাসব্যাপী এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ক্লান্তির কথা বলেছেন পেসার যশপ্রীত বুমরা। এবার ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও দুষলেন আইপিএলকে। আইপিএলে দারুণ ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই বিশ্বমঞ্চে অংশ নিয়েছিল ভারত। কিন্তু পারেননি রোহিত-কোহলিরা। লিজেন্ডারি অলরাউন্ডার কপিল বললেন, বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ে ভারতের সবকিছু শেষ হয়ে যায়নি। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভালো কোনো পরিকল্পনা গ্রহণের দায়িত্ব নিতে বিসিসিআইকে অনুরোধ করলেন তিনি। তার মতে, কিছু খেলোয়াড় দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলে খেলাকে প্রাধান্য দেয় বেশি। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বললেন, ‘যখন খেলোয়াড়রা তাদের দেশের চেয়ে আইপিএলে খেলাকে প্রাধান্য দেয় বেশি, তখন আমরা কী বলতে পারি। দেশের হয়ে খেলে গর্বিত হওয়া উচিত খেলোয়াড়দের। আমি জানি না তাদের আর্থিক অবস্থা কী, তাই বেশি কিছু বলতে পারব না।’ ভবিষ্যতের জন্য বিসিসিআইর প্রতি কপিলের আহ্বান, ‘আমি মনে করি সবার প্রথমে দেশের দল নিয়ে ভাবা উচিত, পরে ফ্র্যাঞ্চাইজি। আমি বলছি না যে তোমরা ওখানে (আইপিএল) খেলো না। কিন্তু ক্রিকেটের উন্নতির দায়িত্ব এখন বিসিসিআইর ঘাড়ে। এই টুর্নামেন্টে করা ভুলগুলোর পুনরাবৃত্তি না করাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা।’