ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

দুই ডিসপ্লের ল্যাপটপ

  • আপডেট সময় : ০৯:৩২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

প্যুক্তি ডেস্ক : দুই ডিসপ্লের ল্যাপটপ আনছে লেনোভো। মডেল লেনোভো থিংকবুক প্লাস। এই ল্যাপটপে রয়েছে একটি ১৭ ইঞ্চির স্ক্রিন এবং দ্বিতীয় স্ক্রিনটি রয়েছে কিবোর্ডে। এর মাধ্যমে নোটস লেখা, ড্রয়িং করা এবং আধুনিক ফিচার ব্যবহার করার সুবিধা রয়েছে। উন্নত এবং অত্যাধুনিক ফিচারযুক্ত লেনোভোর নতুন ল্যাপটপে রয়েছে অনলাইন সারফেস ও স্টাইলিশ সাপোর্ট। সম্প্রতি লেনোভোর এই নতুন ল্যাপটপের ছবি টুইটারে শেয়ার করেছে লিকস্টার ইভান ব্লাস। লিকস্টারের ফাঁস করা লেনোভোর এই ল্যাপটপই প্রথম ডুয়াল স্ক্রিন ল্যাপটপ নয়। এর আগে জানুয়ারি মাসেই লঞ্চ করা হয়েছে লেনোভোর থিংকবুক প্লাস জেন ২ ল্যাপটপ। এতে রয়েছে ই-লিঙ্ক সেকেন্ডারি ডিসপ্লে, যা টাচস্ক্রিন সাপোর্ট যুক্ত। এই ল্যাপটপটিতে রয়েছে স্টাইলাস সাপোর্ট যুক্ত একটি আধুনিক ডিভাইস। সম্প্রতি থিংকবুক প্লাস নামের যেই ল্যাপটপটির ছবি টুইটারে পোস্ট করা হয়েছে, সেটিতে রয়েছে সেকেন্ডারি স্ক্রিন। সেখানে দেখা যাচ্ছে যে. একটি পাখির ডিজিটাল আর্টের ছবি। আগের ল্যাপটপের সঙ্গে এর খুব বেশি তফাৎ না-থাকলেও এখানে কিবোর্ডের পাশে নতুন করে বসানো হয়েছে দ্বিতীয় স্ক্রিনটি। ১৭ ইঞ্চির প্রাইমারি স্ক্রিনের সঙ্গে সঙ্গে সেকেন্ডারি দ্বিতীয় স্ক্রিনটিতে থাকছে টাচ-স্ক্রিনের সুবিধা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই ডিসপ্লের ল্যাপটপ

আপডেট সময় : ০৯:৩২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

প্যুক্তি ডেস্ক : দুই ডিসপ্লের ল্যাপটপ আনছে লেনোভো। মডেল লেনোভো থিংকবুক প্লাস। এই ল্যাপটপে রয়েছে একটি ১৭ ইঞ্চির স্ক্রিন এবং দ্বিতীয় স্ক্রিনটি রয়েছে কিবোর্ডে। এর মাধ্যমে নোটস লেখা, ড্রয়িং করা এবং আধুনিক ফিচার ব্যবহার করার সুবিধা রয়েছে। উন্নত এবং অত্যাধুনিক ফিচারযুক্ত লেনোভোর নতুন ল্যাপটপে রয়েছে অনলাইন সারফেস ও স্টাইলিশ সাপোর্ট। সম্প্রতি লেনোভোর এই নতুন ল্যাপটপের ছবি টুইটারে শেয়ার করেছে লিকস্টার ইভান ব্লাস। লিকস্টারের ফাঁস করা লেনোভোর এই ল্যাপটপই প্রথম ডুয়াল স্ক্রিন ল্যাপটপ নয়। এর আগে জানুয়ারি মাসেই লঞ্চ করা হয়েছে লেনোভোর থিংকবুক প্লাস জেন ২ ল্যাপটপ। এতে রয়েছে ই-লিঙ্ক সেকেন্ডারি ডিসপ্লে, যা টাচস্ক্রিন সাপোর্ট যুক্ত। এই ল্যাপটপটিতে রয়েছে স্টাইলাস সাপোর্ট যুক্ত একটি আধুনিক ডিভাইস। সম্প্রতি থিংকবুক প্লাস নামের যেই ল্যাপটপটির ছবি টুইটারে পোস্ট করা হয়েছে, সেটিতে রয়েছে সেকেন্ডারি স্ক্রিন। সেখানে দেখা যাচ্ছে যে. একটি পাখির ডিজিটাল আর্টের ছবি। আগের ল্যাপটপের সঙ্গে এর খুব বেশি তফাৎ না-থাকলেও এখানে কিবোর্ডের পাশে নতুন করে বসানো হয়েছে দ্বিতীয় স্ক্রিনটি। ১৭ ইঞ্চির প্রাইমারি স্ক্রিনের সঙ্গে সঙ্গে সেকেন্ডারি দ্বিতীয় স্ক্রিনটিতে থাকছে টাচ-স্ক্রিনের সুবিধা।