লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিআরডিবির আওতাধীন অপ্রধান শস্য প্রকল্পের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে এসব শস্য বীজ বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা বিআরডিবির আয়োজনে বিজ বিতরণ অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া, বিআরডিবির চেয়ারম্যান সফিক খাঁন, ইউপি চেয়ারম্যান শফিউল আজম, কাউন্সিলর রিজবী প্রমুখ।