ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

মোবাইল ব্যাংকিংয়ে আটকে থাকা ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরতে রুল

  • আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পণ্য কিনতে বিকাশ ও নগদে অগ্রিম পরিশোধ করা গ্রাহকদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী ৬০ কার্যদিবসের মধ্যে বিকাশ ও নগদে আটকে থাকা টাকা ফেরত দিতে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল রোববার ২২ জন গ্রাহকের রিটের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান। পরে ব্যারিস্টার আশফাকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, আমরা পণ্য কিনতে বিকাশ ও নগদের মাধ্যমে অগ্রিম টাকা দিয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। এসব টাকা আমাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। টাকাও দেওয়া হচ্ছে না। আমরা বিপাকে আছি। যেহেতু বিকাশ ও নগদ বাংলাদেশ ব্যাংকের অধীনে নিবন্ধন নেওয়া এজন্য তাদের দায় রয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়।
এদিকে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) কারাগারে থাকায় রাস্তায় নেমেছে হাজার হাজার গ্রাহক। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ ইভ্যালি পরিচালনা করতে একটি পরিচালনা কমিটি গঠন করে দিয়েছেন। তারা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে আটকে থাকা ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরতে রুল

আপডেট সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পণ্য কিনতে বিকাশ ও নগদে অগ্রিম পরিশোধ করা গ্রাহকদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী ৬০ কার্যদিবসের মধ্যে বিকাশ ও নগদে আটকে থাকা টাকা ফেরত দিতে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল রোববার ২২ জন গ্রাহকের রিটের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান। পরে ব্যারিস্টার আশফাকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, আমরা পণ্য কিনতে বিকাশ ও নগদের মাধ্যমে অগ্রিম টাকা দিয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। এসব টাকা আমাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। টাকাও দেওয়া হচ্ছে না। আমরা বিপাকে আছি। যেহেতু বিকাশ ও নগদ বাংলাদেশ ব্যাংকের অধীনে নিবন্ধন নেওয়া এজন্য তাদের দায় রয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়।
এদিকে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) কারাগারে থাকায় রাস্তায় নেমেছে হাজার হাজার গ্রাহক। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ ইভ্যালি পরিচালনা করতে একটি পরিচালনা কমিটি গঠন করে দিয়েছেন। তারা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন।