ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর

  • আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। তবে পূর্ণগ্রাস নয়, এই গ্রহণ হবে আংশিক। ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ। আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। কার্তিক পূর্ণিমার দিন ওই গ্রহণ দেখা যাবে ভারত মহাদেশ থেকেও। ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় শুরু হবে গ্রহণ। কেবল ১৯ নয়, টাইম জোনের হিসেবে পৃথিবীর কিছু দেশে গ্রহণ দেখা যাবে ১৮ তারিখে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহণটি চরম অবস্থায় পৌঁছবে ভারতীয় সময় দুপুর ১.৩০টার সময়। স্বাভাবিকভাবেই সেটি দেখা সম্ভব হবে না ওই দেশ থেকে। তবে পরে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের মতো রাজ্যে কিছু অংশ থেকে গ্রহণ দৃশ্যমান হবে। তবে তা খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে। গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা। এছাড়াও অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। জানা গেছে, এই গ্রহণ চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। ২০০১ থেকে ২১০০- এটাই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই একশো বছরে মোট ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই এক মাসের মধ্যে দেইটি করে চন্দ্রগ্রহণ হবে। এমনকি, তিনটি গ্রহণও হবে কোনও কোনও ক্ষেত্রে।
উল্লেখ্য, মে মাসে শেষবার চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। ঠিক সেই সময়ই ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। সেবারের গ্রহণেই দেখা গিয়েছিল চলতি বছরের প্রথম ও শেষ ‘ব্লাড মুন’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর

আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। তবে পূর্ণগ্রাস নয়, এই গ্রহণ হবে আংশিক। ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ। আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। কার্তিক পূর্ণিমার দিন ওই গ্রহণ দেখা যাবে ভারত মহাদেশ থেকেও। ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় শুরু হবে গ্রহণ। কেবল ১৯ নয়, টাইম জোনের হিসেবে পৃথিবীর কিছু দেশে গ্রহণ দেখা যাবে ১৮ তারিখে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহণটি চরম অবস্থায় পৌঁছবে ভারতীয় সময় দুপুর ১.৩০টার সময়। স্বাভাবিকভাবেই সেটি দেখা সম্ভব হবে না ওই দেশ থেকে। তবে পরে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের মতো রাজ্যে কিছু অংশ থেকে গ্রহণ দৃশ্যমান হবে। তবে তা খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে। গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা। এছাড়াও অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। জানা গেছে, এই গ্রহণ চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। ২০০১ থেকে ২১০০- এটাই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই একশো বছরে মোট ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই এক মাসের মধ্যে দেইটি করে চন্দ্রগ্রহণ হবে। এমনকি, তিনটি গ্রহণও হবে কোনও কোনও ক্ষেত্রে।
উল্লেখ্য, মে মাসে শেষবার চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। ঠিক সেই সময়ই ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। সেবারের গ্রহণেই দেখা গিয়েছিল চলতি বছরের প্রথম ও শেষ ‘ব্লাড মুন’।