আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু ইস্যুতে পদক্ষেপের বিষয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার কপ২৬ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি এ কথা জানান।
কেরি বলেন, মিথেন দূষণ কমানোর বিষয়ে শুক্রবার রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কীভাবে আমরা মিথেনের প্রভাব মোকাবিলা ও একসঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে কথা বলেছি। তিনি বলেন, আমরা এখানে চীনের সঙ্গেও বৈঠক করছি। তাদের সঙ্গে আমরা বেশ কদিন ধরে কথা বলেছি। কথা বলে আমরা বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করছি।
গত সপ্তাহে কপ২৬ এর প্রাক্কালে জি২০ আলোচনায় অগ্রগতির অভাবের জন্য চীন এবং রাশিয়ার এগিয়ে না আসাকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জলবায়ু ইস্যুতে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























