ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নিউ জিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ‘কোয়ার্টার ফাইনাল’

  • আপডেট সময় : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের কাছে বড় ব্যবধানে হারের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে আফগানিস্তানের। আগামী রোববার আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিততে হবে তাদের, যদিও এর আগে-পরে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। কিন্তু হারলেই শেষ। তাই এই ম্যাচকে ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’ বলছেন আফগান লেগস্পিনার রশিদ খান।
দুটি করে জয় ও হারে চার পয়েন্ট সংগ্রহ করে এখনো গ্রুপ-২ এর দ্বিতীয় স্থানে আফগানিস্তান। এক ম্যাচ কম খেলে নিউ জিল্যান্ডও সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। রান রেটে এগিয়ে থেকে কিউইদের (০.৮১৬) উপরে আফগানরা (১.৪৮১)। এই গ্রুপ থেকে পাকিস্তান সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আফগানিস্তান ও নিউ জিল্যান্ড ছাড়াও আছে ভারত।
বিরাট কোহলিদের কাছে ৬৬ রানের হার শেষ ম্যাচের আগে দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে রশিদ বলেন, ‘আমি মনে করি না দল হিসেবে এটা আমাদের ওপর বড় কোনো প্রভাব ফেলতে যাচ্ছে। আমরা জানি ভারত অন্যতম সেরা দল। কিন্তু এখনো আমাদের প্রস্তুতি একই রকম, মানসিকতাও একই এবং আমরা জানি কী করতে হবে। এটা (নিউ জিল্যান্ড ম্যাচ) আমাদের জন্য হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল।’
ম্যাচটির আগে দলকে উজ্জীবিত রাখতে এই লেগস্পিনার বললেন, ‘আমরা যদি জিতি, আমরা জানি আমাদের ভালো নেট রান রেট আছে, তাই আমরা সেমিফাইনালে ওঠার মতো দল। সুতরাং মাঠে নামো, নিজের দক্ষতা আর ক্রিকেট উপভোগ করো। যতক্ষণ উপভোগ করছেন, আমি মনে করি পারফর্ম করার ভালো সুযোগ আছে।’
আফগানিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ ভারতের জন্যও তাৎপর্যপূর্ণ। যদি আফগানিস্তান নিউ জিল্যান্ডকে হারায়, তাহলে বিরাট কোহলির দলেরও সেমিফাইনালে ওঠার সুযোগ আছে। অবশ্য শেষ দুটি ম্যাচ তাদের বড় ব্যবধানে জিততে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব : ডন

নিউ জিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ‘কোয়ার্টার ফাইনাল’

আপডেট সময় : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের কাছে বড় ব্যবধানে হারের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে আফগানিস্তানের। আগামী রোববার আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিততে হবে তাদের, যদিও এর আগে-পরে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। কিন্তু হারলেই শেষ। তাই এই ম্যাচকে ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’ বলছেন আফগান লেগস্পিনার রশিদ খান।
দুটি করে জয় ও হারে চার পয়েন্ট সংগ্রহ করে এখনো গ্রুপ-২ এর দ্বিতীয় স্থানে আফগানিস্তান। এক ম্যাচ কম খেলে নিউ জিল্যান্ডও সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। রান রেটে এগিয়ে থেকে কিউইদের (০.৮১৬) উপরে আফগানরা (১.৪৮১)। এই গ্রুপ থেকে পাকিস্তান সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আফগানিস্তান ও নিউ জিল্যান্ড ছাড়াও আছে ভারত।
বিরাট কোহলিদের কাছে ৬৬ রানের হার শেষ ম্যাচের আগে দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে রশিদ বলেন, ‘আমি মনে করি না দল হিসেবে এটা আমাদের ওপর বড় কোনো প্রভাব ফেলতে যাচ্ছে। আমরা জানি ভারত অন্যতম সেরা দল। কিন্তু এখনো আমাদের প্রস্তুতি একই রকম, মানসিকতাও একই এবং আমরা জানি কী করতে হবে। এটা (নিউ জিল্যান্ড ম্যাচ) আমাদের জন্য হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল।’
ম্যাচটির আগে দলকে উজ্জীবিত রাখতে এই লেগস্পিনার বললেন, ‘আমরা যদি জিতি, আমরা জানি আমাদের ভালো নেট রান রেট আছে, তাই আমরা সেমিফাইনালে ওঠার মতো দল। সুতরাং মাঠে নামো, নিজের দক্ষতা আর ক্রিকেট উপভোগ করো। যতক্ষণ উপভোগ করছেন, আমি মনে করি পারফর্ম করার ভালো সুযোগ আছে।’
আফগানিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ ভারতের জন্যও তাৎপর্যপূর্ণ। যদি আফগানিস্তান নিউ জিল্যান্ডকে হারায়, তাহলে বিরাট কোহলির দলেরও সেমিফাইনালে ওঠার সুযোগ আছে। অবশ্য শেষ দুটি ম্যাচ তাদের বড় ব্যবধানে জিততে হবে।