ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

চমেকে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা চলছে

  • আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় আরও একটি মামলা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এই মামলা করায় ওই ঘটনায় এনিয়ে তিনটি মামলা হল।
গতকাল বুধবার চকবাজার থানায় মামলাটি করেন কলেজ ছাত্রলীগের এক পক্ষের নেতা ইন্টার্ন চিকিৎসক ইমন শিকদার। চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, “মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।” মামলার আসামিদের সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে। এর জের ধরে পরদিন কলেজের ফটকের কাছে নওফেলের অনুসারী মাহাদি জে আকিবের উপর হামলা হয়। গুরুতর আহত মাহাদি হাসপাতালে রয়েছেন এখনও, তার মাথায় অস্ত্রোপচার হয়েছে। মাহাদির উপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন নওফেল অনুসারী ইন্টার্ন চিকিৎসক তৌফিকুর রহমান। তাতে প্রতিপক্ষের ১৬ জনকে আসামি করা হয়। এরপর গত সোমবার চকবাজার থানায় পাল্টা মামলা করেন নাছিরের অনুসারী মাহমুদুল হাসান। তাতে শুক্রবার রাতে ছাত্রাবাসে তাদের উপর হামলা ও কক্ষ ভাঙচুরের অভিযোগ আনা হয়। আসামি করা হয় ২৬ জনকে। এদিকে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চমেকে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা চলছে

আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় আরও একটি মামলা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এই মামলা করায় ওই ঘটনায় এনিয়ে তিনটি মামলা হল।
গতকাল বুধবার চকবাজার থানায় মামলাটি করেন কলেজ ছাত্রলীগের এক পক্ষের নেতা ইন্টার্ন চিকিৎসক ইমন শিকদার। চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, “মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।” মামলার আসামিদের সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে। এর জের ধরে পরদিন কলেজের ফটকের কাছে নওফেলের অনুসারী মাহাদি জে আকিবের উপর হামলা হয়। গুরুতর আহত মাহাদি হাসপাতালে রয়েছেন এখনও, তার মাথায় অস্ত্রোপচার হয়েছে। মাহাদির উপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন নওফেল অনুসারী ইন্টার্ন চিকিৎসক তৌফিকুর রহমান। তাতে প্রতিপক্ষের ১৬ জনকে আসামি করা হয়। এরপর গত সোমবার চকবাজার থানায় পাল্টা মামলা করেন নাছিরের অনুসারী মাহমুদুল হাসান। তাতে শুক্রবার রাতে ছাত্রাবাসে তাদের উপর হামলা ও কক্ষ ভাঙচুরের অভিযোগ আনা হয়। আসামি করা হয় ২৬ জনকে। এদিকে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।