ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

বুড়িগঙ্গায় নৌকাডুবি, তিন লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০১:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে এক নারী, তার মেয়ে ও ভাগ্নের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন তার বোন।
গতকাল সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান। নিহতরা হলেন- কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার রেখা (২৯), তার মেয়ে সানজিদা (৮) ও ভাগ্নে শফিকুল (৭)। এ ঘটনায় রেখার বোন শীতল (২৭) নিখোঁজ রয়েছেন, যিনি শফিকুলের মা। এসআই আব্দুস সোবহান বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল।
“খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ রেখার লাশ উদ্ধার করে। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় রেখার মেয়ে সানজিদার লাশ। বিকাল ৩টার দিকে নদী থেকে তোলা হয় রেখার বোন শীতলের ছেলে শফিকুলের লাশ। তবে শীতল এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন। নৌ পুলিশ কর্মকর্তা আব্দুস সোবহান জানান, দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বুড়িগঙ্গায় নৌকাডুবি, তিন লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে এক নারী, তার মেয়ে ও ভাগ্নের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন তার বোন।
গতকাল সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান। নিহতরা হলেন- কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার রেখা (২৯), তার মেয়ে সানজিদা (৮) ও ভাগ্নে শফিকুল (৭)। এ ঘটনায় রেখার বোন শীতল (২৭) নিখোঁজ রয়েছেন, যিনি শফিকুলের মা। এসআই আব্দুস সোবহান বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল।
“খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ রেখার লাশ উদ্ধার করে। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় রেখার মেয়ে সানজিদার লাশ। বিকাল ৩টার দিকে নদী থেকে তোলা হয় রেখার বোন শীতলের ছেলে শফিকুলের লাশ। তবে শীতল এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন। নৌ পুলিশ কর্মকর্তা আব্দুস সোবহান জানান, দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করেছে।