ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের সংঘর্ষ, বেশ ক’জন আহত

  • আপডেট সময় : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সালিসবারিতে দুই ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর দুই ট্রেনের চালকের মধ্যে একটি ট্রেনের চালক আটকা পড়েন, সেখানে প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেন।
স্থানীয় সময় গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে একটি টানেলে এ দুর্ঘটনা ঘটে। টানেলের ভেতরে প্রথমে একটি ট্রেনের সাথে কিছুর একটা ধাক্কা লাগে। এরপর সিগন্যালজনিত ত্রুটির কারণে আরেকটি ট্রেন এসে ওই ট্রেনকে ধাক্কা দেয়।
অ্যাঞ্জেলা ম্যাটিংলি নামে ট্রেনের এক যাত্রী বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে যে কী হয়ে গেল কিছু বোঝা গেল না। হঠাত দেখলাম চারপাশে সব কালো। সবাই খুব ভয় পেয়েছিল, কিন্তু ওইভাবে কেউ বড় কোনো আঘাত পায়নি।
স্থানীয় ডোর্সেট অ্যান্ড উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ এটিকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে দেখছে। পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও পাঠানো হয় ঘটনাস্থলে। এদিকে ঘটনাস্থলের এক কিলোমটার দূর থেকেও ওই সংঘর্ষের শব্দ পেয়েছেন তামার ভেলাকোট নামে এক নারী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ নিশ্চিত করেছে দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের সংঘর্ষ, বেশ ক’জন আহত

আপডেট সময় : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সালিসবারিতে দুই ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর দুই ট্রেনের চালকের মধ্যে একটি ট্রেনের চালক আটকা পড়েন, সেখানে প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেন।
স্থানীয় সময় গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে একটি টানেলে এ দুর্ঘটনা ঘটে। টানেলের ভেতরে প্রথমে একটি ট্রেনের সাথে কিছুর একটা ধাক্কা লাগে। এরপর সিগন্যালজনিত ত্রুটির কারণে আরেকটি ট্রেন এসে ওই ট্রেনকে ধাক্কা দেয়।
অ্যাঞ্জেলা ম্যাটিংলি নামে ট্রেনের এক যাত্রী বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে যে কী হয়ে গেল কিছু বোঝা গেল না। হঠাত দেখলাম চারপাশে সব কালো। সবাই খুব ভয় পেয়েছিল, কিন্তু ওইভাবে কেউ বড় কোনো আঘাত পায়নি।
স্থানীয় ডোর্সেট অ্যান্ড উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ এটিকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে দেখছে। পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও পাঠানো হয় ঘটনাস্থলে। এদিকে ঘটনাস্থলের এক কিলোমটার দূর থেকেও ওই সংঘর্ষের শব্দ পেয়েছেন তামার ভেলাকোট নামে এক নারী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ নিশ্চিত করেছে দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।