নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশটিতে ওষুধ সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফখরুল বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই একই নীতি ও অবস্থান অব্যাহত রেখেছে। মুসলিম ভাতৃত্ব ও মানবতার পক্ষের শক্তি হিসেবে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।’ ফিলিস্তিনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের আচরণ দায়সারা গোছের বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘কেবলমাত্র একটি দায়সারা গোছের বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।’ এর আগে বিএনপির মহাসচিব ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একটি চিঠিও দিয়েছেন।
ফিলিস্তিনে ওষুধ সামগ্রী পাঠাবে বিএনপি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ