ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বিয়ে করা ছিল ‘ব্যবসা’, সাজা এক বছর

  • আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা তথ্য দিয়ে বিয়ের নামে প্রতারণার অভিযোগে ২৪ বছর বয়সী এক তরুণীকে এক বছরের কারাদ- দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক রোববার নীলাকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করেন। কারাদ-ের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও করা হয় তাকে।
নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহআলমও ছিলেন এ মামলার আসামি। বিচারক তাদের দুজনকে বেকসুর খালাস দিয়েছেন বলে বাদীর আইনজীবী প্রামানিক আব্দুর রব জানান। তিনি বলেন, “আসামি নীলা বিভিন্নজনকে এর আগে বিয়ে করেছেন তথ্য গোপন করে। দেনমোহর আদায়ের জন্য সে বিয়ে করত। এটা তার ব্যবসা।”
নীলাদের বাসা ঢাকারর মিরপুর চিড়িয়াখানা রোডে। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়না জারি করেছে আদালত। খুলনা জেলার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ ২০১৬ সালের ১৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করেন। আদালত তা সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে। পরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নিলেও পালিয়ে যান। মামলায় বলা হয়, নীলার সঙ্গে ২০১৪ সালের জুলাই মাসে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে বাদী। আগেও একাধিক বিয়ে হওয়ার কথা নীলা তখন গোপন করেন। কিন্তু পরে বাদী জানতে পারেন, নীলা আগেও তথ্য গোপন করে বিয়ে করেছেন এবং পরে তালাক দিয়ে দেনমোহরের টাকা আদায় করেছেন। বাদী পক্ষে মোট তিনজনের সাক্ষ্য শুনে রোববার নীলাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসলাম কায়েমের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন মুহাম্মদ (সা.)

বিয়ে করা ছিল ‘ব্যবসা’, সাজা এক বছর

আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা তথ্য দিয়ে বিয়ের নামে প্রতারণার অভিযোগে ২৪ বছর বয়সী এক তরুণীকে এক বছরের কারাদ- দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক রোববার নীলাকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করেন। কারাদ-ের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও করা হয় তাকে।
নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহআলমও ছিলেন এ মামলার আসামি। বিচারক তাদের দুজনকে বেকসুর খালাস দিয়েছেন বলে বাদীর আইনজীবী প্রামানিক আব্দুর রব জানান। তিনি বলেন, “আসামি নীলা বিভিন্নজনকে এর আগে বিয়ে করেছেন তথ্য গোপন করে। দেনমোহর আদায়ের জন্য সে বিয়ে করত। এটা তার ব্যবসা।”
নীলাদের বাসা ঢাকারর মিরপুর চিড়িয়াখানা রোডে। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়না জারি করেছে আদালত। খুলনা জেলার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ ২০১৬ সালের ১৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করেন। আদালত তা সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে। পরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নিলেও পালিয়ে যান। মামলায় বলা হয়, নীলার সঙ্গে ২০১৪ সালের জুলাই মাসে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে বাদী। আগেও একাধিক বিয়ে হওয়ার কথা নীলা তখন গোপন করেন। কিন্তু পরে বাদী জানতে পারেন, নীলা আগেও তথ্য গোপন করে বিয়ে করেছেন এবং পরে তালাক দিয়ে দেনমোহরের টাকা আদায় করেছেন। বাদী পক্ষে মোট তিনজনের সাক্ষ্য শুনে রোববার নীলাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।