ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বিশ্বকাপে লজ্জার রেকর্ডে সবার উপরে মুস্তাফিজ

  • আপডেট সময় : ১১:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বলা হয় টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। তবে এই ফরম্যাট ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে দারুণ বৈচিত্রময় কিছু বোলারও। ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মেজাজে থাকায় রান আটকাতে স্লোয়ার, নাকল বলসহ নানা বৈচিত্র আবিষ্কার করেছেন এই বোলাররাই। হালের মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে রশিদ খান, রবীচন্দ্রন অশ্বিনরা নিজেদের কার্যকরী প্রমাণ করেছেন এই বৈচিত্রকে কাজে লাগিয়েই।
টি-টোয়েন্টি বোলিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখা। যেটা এতদিন বেশ সফলভাবেই করে আসছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু এবারের বিশ্বকাপে যেন কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না চিরচেনা মুস্তাফিজকে। ইতোমধ্যেই ভেঙে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড।
২০০৭ বিশ্বকাপে ৯টি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ও বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভারনন ফিলান্ডার। চলতি বিশ্বকাপে দুই ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে ১০ টি ছক্কা হজম করে ফিলান্ডারকে হটিয়ে এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন ‘দ্য ফিজ’। এর ভেতর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারেই দিয়েছিলেন তিনটি ছয়।
উল্লেখ্য এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯টি করে ছয় হজম করেছেন আল আমিন হোসেন, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল এবং ব্র্যাড হুইল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে লজ্জার রেকর্ডে সবার উপরে মুস্তাফিজ

আপডেট সময় : ১১:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : বলা হয় টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। তবে এই ফরম্যাট ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে দারুণ বৈচিত্রময় কিছু বোলারও। ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মেজাজে থাকায় রান আটকাতে স্লোয়ার, নাকল বলসহ নানা বৈচিত্র আবিষ্কার করেছেন এই বোলাররাই। হালের মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে রশিদ খান, রবীচন্দ্রন অশ্বিনরা নিজেদের কার্যকরী প্রমাণ করেছেন এই বৈচিত্রকে কাজে লাগিয়েই।
টি-টোয়েন্টি বোলিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখা। যেটা এতদিন বেশ সফলভাবেই করে আসছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু এবারের বিশ্বকাপে যেন কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না চিরচেনা মুস্তাফিজকে। ইতোমধ্যেই ভেঙে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড।
২০০৭ বিশ্বকাপে ৯টি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ও বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভারনন ফিলান্ডার। চলতি বিশ্বকাপে দুই ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে ১০ টি ছক্কা হজম করে ফিলান্ডারকে হটিয়ে এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন ‘দ্য ফিজ’। এর ভেতর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারেই দিয়েছিলেন তিনটি ছয়।
উল্লেখ্য এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯টি করে ছয় হজম করেছেন আল আমিন হোসেন, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল এবং ব্র্যাড হুইল।