ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইয়েমেন ইস্যুতে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করলো সৌদি-বাহরাইন

  • আপডেট সময় : ১১:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হামলা নিয়ে সমালোচনার জেরে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে সৌদি আরব ও বাহরাইন। তাদের দেশ ছাড়তে ছাড়তে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অর্থনীতিতে বিপর্যস্ত লেবানন থেকে পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি। শনিবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধের সমালোচনা করে লেবানিজ মন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। একইসঙ্গে লেবাননে ভ্রমণে সৌদির নাগরিকদের নিষেধাজ্ঞাও আরোপ করে দেশটি। এর কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনও লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কারের কথা জানায়।
লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করেন। তিনি বলেন, ইরান সমর্থিত হুতি যোদ্ধারা বাইরের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করছে।
রিয়াদ ও মানামা কঠিন পদক্ষেপ নেওয়ায় আরব সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট হাদি সৌদির আশ্রয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। চলমান যুদ্ধের কবলে পড়ে মারা গেছেন বহু বেসামরিক নাগরিক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়েমেন ইস্যুতে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করলো সৌদি-বাহরাইন

আপডেট সময় : ১১:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হামলা নিয়ে সমালোচনার জেরে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে সৌদি আরব ও বাহরাইন। তাদের দেশ ছাড়তে ছাড়তে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অর্থনীতিতে বিপর্যস্ত লেবানন থেকে পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি। শনিবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধের সমালোচনা করে লেবানিজ মন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। একইসঙ্গে লেবাননে ভ্রমণে সৌদির নাগরিকদের নিষেধাজ্ঞাও আরোপ করে দেশটি। এর কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনও লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কারের কথা জানায়।
লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করেন। তিনি বলেন, ইরান সমর্থিত হুতি যোদ্ধারা বাইরের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করছে।
রিয়াদ ও মানামা কঠিন পদক্ষেপ নেওয়ায় আরব সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট হাদি সৌদির আশ্রয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। চলমান যুদ্ধের কবলে পড়ে মারা গেছেন বহু বেসামরিক নাগরিক।