ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

চীনের হাইপারসনিক অস্ত্র উদ্বেগের, যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে’

  • আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবার চীনের অতি উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীন, যার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে।
ব্লুমবার্গ টিভিকে এমনটাই জানিয়েছেন মার্ক মিলি। তিনি বলেন, আমরা যা দেখতে পেয়েছি তা হলো হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার বড় একটি ইভেন্ট। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। শীতল যুদ্ধের সময় মহাকাশ নিয়ে যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয়ী হতে এমনটাই করেছিল। আমি নিশ্চিত জানি না এটা ‘স্পুটনিক মোমেন্ট কিনা’। তবে আমি মনে করি এটা তার খুবই কাছাকাছি।
যদিও চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মহাকাশযানের নিয়মিত একটি পরীক্ষা চালানো হয় সেদিন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান এক ব্রিফিংয়ে জানান, এটি ক্ষেপণাস্ত্র ছিল না, এটি একটি মহাকাশযান ছিল। মহাকাশযান ব্যবহারের খরচ কমানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। অতীতে অনেক দেশ একই ধরনের পরীক্ষা চালিয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের হাইপারসনিক অস্ত্র উদ্বেগের, যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে’

আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবার চীনের অতি উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীন, যার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে।
ব্লুমবার্গ টিভিকে এমনটাই জানিয়েছেন মার্ক মিলি। তিনি বলেন, আমরা যা দেখতে পেয়েছি তা হলো হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার বড় একটি ইভেন্ট। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। শীতল যুদ্ধের সময় মহাকাশ নিয়ে যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয়ী হতে এমনটাই করেছিল। আমি নিশ্চিত জানি না এটা ‘স্পুটনিক মোমেন্ট কিনা’। তবে আমি মনে করি এটা তার খুবই কাছাকাছি।
যদিও চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মহাকাশযানের নিয়মিত একটি পরীক্ষা চালানো হয় সেদিন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান এক ব্রিফিংয়ে জানান, এটি ক্ষেপণাস্ত্র ছিল না, এটি একটি মহাকাশযান ছিল। মহাকাশযান ব্যবহারের খরচ কমানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। অতীতে অনেক দেশ একই ধরনের পরীক্ষা চালিয়েছে।