স্বপন শর্মা : ধান পেকে সোনা রঙে রঙিন জমিন
কৃষকের কাজ নিয়ে এলো খুশি দিন।
রাত যেই ভোর হলো ছুটে চলে মাঠে
সারা-দিন ধরে তারা পাকা ধান কাটে।
হাতে কাজ মুখে গান কি যে খুশি তারা
কাজ পেয়ে ধান পেয়ে হলো আত্মহারা
কৃষকেরা মাঠে মাঠে কৃষাণীরা ঘরে-
কাজ আর কাজ শুধু সারা-দিন ধরে।
খুব খুশি ধান পেয়ে বাবুই, শালিক
আরো খুশি চেয়ে দেখি জমির মালিক।
চারদিকে বাতাসেতে ভাসে কি যে ঘ্রাণ!
নিঃশ্বাসে ভরে মন ফিরে পাই প্রাণ।
বছরে কখন বলো, এই সব ঘটে?
কল্পনা নয় শুধু বাস্তবে বটে।
খুঁজে খুঁজে পেলে না তো বলি শোন তবে
বছরে তখন শুরু এই সব হবে
ঋতুর দেশে যখন হেমন্ত রবে।