ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

পাগলও আজ পুলিশ চিনে

  • আপডেট সময় : ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাদল রায় স্বাধীন : সারা বাংলায় জ্বলছে আগুন,কে জ্বালালো শুনি,
মন্দির ভাঙ্গার বাড়ছে সংখ্যা, শুয়ে শুয়ে গুনি।
কারা এসব কাজ করেছে,কে ভেঙ্গেছে মুর্তি
কারা এসব দেখে শুনে, করছে আবার ফুর্তি।
অবমাননার দায়টা কার,বলবে কে সে সত্য
ক্ষমতায় আসীন হওয়ার,এটা কি সে পথ্য।
একের দোষ অন্যের ঘাঁড়ে, নেয়না কেউ তার দায়
শেষ পর্যন্ত দোষ চাপে, নির্যাতিতের গায়।
দোষের উপর দোষ দিয়ে সব,ছড়ায় আগুন আরো
ধর্ম নিয়ে রাজনীতি টার,সময় পোয়া বারো।
অবশেষে সামনে আসলো, সত্যি যে কে দোষী
কিন্তু তাকে বাঁচিয়ে নেওয়ার,চিন্তা সবাই পুষি।
কেউবা বলে পাগল তাকে, কেউবা ভবঘুরে,
সে পাগলটার খোঁজ মিললোনা,কেন রংপুরে?
পালানোটা দরকার বুঝলো,সে পাগলটা আবার
দুই দিনে সে চলে গেলো,সূদুর কক্সবাজার।
সে পাগলের মিটিং দেখলো, সারা বিশ্ব বাসী
মাজার থেকে কোরআন রাখলো,মন্দিরেতে আসি।
ঘর পোড়ানো মানুষ গুলো, চাইলোনা তার ফাঁসি
মনে মনে সে পাগলকে, সবাই ভালোবাসি?
মনে হলো সে পাগলের, খুশি সবাই কাজে
সে প্রশ্নটা সবাই শুনে,বলবে আমায় বাজে।
সত্যি হলো সে পাগলকে,সবাই বাসে ভালো
হয়তো আবার মিছিল হবে, ইকবাল এগিয়ে চলো।
আমরা সবাই তোমার সাথে,ভয় পেইওনা ভাই,
তুমি হলে ধার্মিক এমন,তুলনা যার নাই।
মাঝে মাঝে এমন পাগল,সবার চাওয়া হবে
ক্ষমতায় টেকার পথটা,সুগম হবে তবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাগলও আজ পুলিশ চিনে

আপডেট সময় : ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

বাদল রায় স্বাধীন : সারা বাংলায় জ্বলছে আগুন,কে জ্বালালো শুনি,
মন্দির ভাঙ্গার বাড়ছে সংখ্যা, শুয়ে শুয়ে গুনি।
কারা এসব কাজ করেছে,কে ভেঙ্গেছে মুর্তি
কারা এসব দেখে শুনে, করছে আবার ফুর্তি।
অবমাননার দায়টা কার,বলবে কে সে সত্য
ক্ষমতায় আসীন হওয়ার,এটা কি সে পথ্য।
একের দোষ অন্যের ঘাঁড়ে, নেয়না কেউ তার দায়
শেষ পর্যন্ত দোষ চাপে, নির্যাতিতের গায়।
দোষের উপর দোষ দিয়ে সব,ছড়ায় আগুন আরো
ধর্ম নিয়ে রাজনীতি টার,সময় পোয়া বারো।
অবশেষে সামনে আসলো, সত্যি যে কে দোষী
কিন্তু তাকে বাঁচিয়ে নেওয়ার,চিন্তা সবাই পুষি।
কেউবা বলে পাগল তাকে, কেউবা ভবঘুরে,
সে পাগলটার খোঁজ মিললোনা,কেন রংপুরে?
পালানোটা দরকার বুঝলো,সে পাগলটা আবার
দুই দিনে সে চলে গেলো,সূদুর কক্সবাজার।
সে পাগলের মিটিং দেখলো, সারা বিশ্ব বাসী
মাজার থেকে কোরআন রাখলো,মন্দিরেতে আসি।
ঘর পোড়ানো মানুষ গুলো, চাইলোনা তার ফাঁসি
মনে মনে সে পাগলকে, সবাই ভালোবাসি?
মনে হলো সে পাগলের, খুশি সবাই কাজে
সে প্রশ্নটা সবাই শুনে,বলবে আমায় বাজে।
সত্যি হলো সে পাগলকে,সবাই বাসে ভালো
হয়তো আবার মিছিল হবে, ইকবাল এগিয়ে চলো।
আমরা সবাই তোমার সাথে,ভয় পেইওনা ভাই,
তুমি হলে ধার্মিক এমন,তুলনা যার নাই।
মাঝে মাঝে এমন পাগল,সবার চাওয়া হবে
ক্ষমতায় টেকার পথটা,সুগম হবে তবে।