ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

৪২৮ কোটি টাকা ব্যয়ে কেনা হবে রাশিয়ার হেলিকপ্টার

  • আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে হেলিকপ্টারের সংখ্যায় আরও দুটি যোগ হতে যাচ্ছে। রাশিয়া থেকে এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকা।
গতকাল বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।
অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, আজ ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে তিনটি উপস্থাপনসহ) ছয়টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি এবং জননিরাপত্তা বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটি এর মধ্যে পাঁচটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে এবং একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অনুমোদিত পাঁচটি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ এক হাজার ৯৪ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৬৪৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৫২৮ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ৫৬৫ কোটি ৫০ লাখ ৩০ হাজার ১৯৫ টাকা। সামসুল আরেফিন জানান, জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ অধিদপ্তর কর্তৃক এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান (জেএসসি রাশিয়ান হেলিকপ্টার) থেকে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

৪২৮ কোটি টাকা ব্যয়ে কেনা হবে রাশিয়ার হেলিকপ্টার

আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে হেলিকপ্টারের সংখ্যায় আরও দুটি যোগ হতে যাচ্ছে। রাশিয়া থেকে এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকা।
গতকাল বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।
অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, আজ ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে তিনটি উপস্থাপনসহ) ছয়টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি এবং জননিরাপত্তা বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটি এর মধ্যে পাঁচটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে এবং একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অনুমোদিত পাঁচটি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ এক হাজার ৯৪ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৬৪৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৫২৮ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ৫৬৫ কোটি ৫০ লাখ ৩০ হাজার ১৯৫ টাকা। সামসুল আরেফিন জানান, জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ অধিদপ্তর কর্তৃক এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান (জেএসসি রাশিয়ান হেলিকপ্টার) থেকে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।