স্বপন সরকার : কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ১৮ মাসে সাড়ে তিন শতাধিক বাল্যবিয়ে হয়েছে বলে জানা গেছে।
উপজেলা পরিষদ বলছে, সংখ্যার হিসাবে এটা আগের তুলনায় কিছুটা বেশি। এজন্য তৎপরও রয়েছেন তারা। বাল্যবিয়ে প্রতিরোধে নিজেদের উদ্যোগের কথা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম বলেন, “আমরা প্রত্যেক ইউনিয়নে বিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত ব্যক্তি যেমন কাজী, ইমাম, ঘটকদের সাথে বৈঠক করছি। অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করা হচ্ছে। “বাল্যবিয়ের ঝুঁকিতে আছে এমন শিশুদের একটি তালিকা তৈরি করেছি আমরা এবং প্রতিনিয়ত এই শিশুদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে যে কমিটি রয়েছে, যুব ফোরাম রয়েছে তারাও কাজ করছে।” অভিভাবকদের অসচেতনতার ফলে এই উপজেলায় বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হয়ে উঠছে না বলে মনে করেন এই কর্মকর্তা।সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতা বিষয়ক বিভাগ ‘হ্যালো’
কুড়িগ্রামে এক উপজেলায় সাড়ে তিনশ বাল্যবিয়ে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ