দিপংকর দাশ : মানুষ শুধু কী খোলসে মানুষ
মরে গেছে মানবতা?
মানুষের মনে জায়গা নিয়েছে
অতল অরাজকতা।
ধর্মকে ওরা বানিয়েছে পুঁজি
বিবেক দিয়েছে বিকি
মেলেছে শকুন অগ্নিচক্ষু
রক্তের ঝিকিমিকি।
ঘর লুণ্ঠন নারী ধর্ষণ
মানুষের লাশে চড়ে
পাবে বেহেস্ত? যাবে কী স্বর্গে?
অন্যায় করে করে!
আটকে যে গেছে জ্ঞানের চেইন
খুলে যদি খুলো আজই
চেহারাতে নয় ব্যবহারে হও
মানুষ, কাজের কাজি।