বিচিত্র কুমার : আমাদের দেশে সংখ্যালঘু একটা নিচু জাতি
নিচু শ্রেণী,নিচু সম্প্রদায় ওদের কাছে মনে হয়,
আকাশে একটু মেঘ জমলেই আমাদের লাঞ্চিত হতে হয়
একারণে সেকারণে ঘরবাড়ি মন্দির ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়।
বিনা অপরাধে একটুতেই গায়ে হাত তোলা হয়
রাত দুপুরে ধর্ষণ গণধর্ষণ চালানো হয়,
মিডিয়া টকশোতে একটু আলোচনাই হয়
তার কী কখনো সুষ্ঠু বিচার হয়?
কর্ম জীবনে আবার কেউ কেউ চুদির ভাই বললেও—-
তাদেরকে হেসে দাদাভাই বলতে হয়,
তাছাড়া যে মাতৃত্বের অধিকার হারানোর ভয়
নির্যাতনের ভয়,আত্মসম্মান হারানোর ভয়।
আমরা জীবন যুদ্ধে এ সমাজের কাছে পরাজিত এক সৈনিক
পরাজিত এক শ্রেণী,পরাজিত এক জাতি,পরাজিত এক সম্প্রদায়,
আমরা প্রতিটি সেকেন্ডে,প্রতিটি মিনিটে,প্রতিটি ঘণ্টায়, প্রতিটি দিন
আমরা ভয়ে ভয়ে কাটায়,কী কখন হয়, কখন জানি কী হয়?