বাদল রায় স্বাধীন : ধনীরা খাবার ফেলে, গরীবে খেতে পায়না,
মানুষের মতো ওরা,বাঁচতে কি চায়না?
ধনীর ফেলা পঁচা খাবার,গরীবে তুলে খায়,
ধনীর তবু তাদের জন্য,দয়া মায়া নাই।
বস্তি ও ফুটপাতে,দেখি এমন দৃশ্য,
মানবতাহীন কেন,আজো এই বিশ্ব?
চাইনিজে বসে ধনী,নষ্ট করে খাবার,
লক্ষ লোক খাবারহীন,সময় নেই তা ভাবার।
তাদের একটু দয়ায় পাড়ে,বাঁচতে লক্ষ লোক,
ধনীর মাঝে স্রষ্টা সেই,ভাবনার উদয় হউক।