ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

সহিংসতার কুশীলবদের খুঁজে বের করার দাবি ১৪ দলের

  • আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ১৪ দলের প্রতিনিধিরা এ দাবি জানান।
বৈঠক শেষে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি, এ ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি।’
তিনি বলেন, ‘আমরা বলেছি, এর পেছনে যেসব কুশীলব কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে। মাননীয় মন্ত্রী বলেছেন, তারা শিগগিরই খুঁজে বের করে জনসম্মুখে হাজির করবেন। তিনি বলেছেন, এটা পূর্বপরিকল্পিত।’
‘দ্বিতীয়ত আমরা বলেছি, প্রশাসনিক বা গোয়েন্দাদের যদি কোনো ব্যর্থতা থাকে, সেটাও আমাদের দেখা দরকার। কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা করেছেন তাদের সামনে আনা।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘রামু থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটনার মামলাগুলোর কোনোটার চার্জশিট হয়েছে দুই বছর পর, ফলে সাক্ষী পাওয়া যায় না। কোনোটার এখনও চার্জশিটই হয়নি। বিচার না হওয়ার ফলে এরা সাহস পেয়ে গেছে। এই বিষয়টি আমরা বলেছি।’ রাশেদ খান মেনন বলেন, ‘আরেকটি কথা বলেছি- যেসব স্থানে পূজাম-প ধ্বংস হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পীরগঞ্জে বাড়িঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা বলেছি, দেশের অন্যান্য স্থানে যেসব ভাঙচুর হয়েছে, সেখানেও ক্ষতিপূরণ দিতে হবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সহিংসতার কুশীলবদের খুঁজে বের করার দাবি ১৪ দলের

আপডেট সময় : ০২:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে ১৪ দলের প্রতিনিধিরা এ দাবি জানান।
বৈঠক শেষে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি, এ ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি।’
তিনি বলেন, ‘আমরা বলেছি, এর পেছনে যেসব কুশীলব কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে। মাননীয় মন্ত্রী বলেছেন, তারা শিগগিরই খুঁজে বের করে জনসম্মুখে হাজির করবেন। তিনি বলেছেন, এটা পূর্বপরিকল্পিত।’
‘দ্বিতীয়ত আমরা বলেছি, প্রশাসনিক বা গোয়েন্দাদের যদি কোনো ব্যর্থতা থাকে, সেটাও আমাদের দেখা দরকার। কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা করেছেন তাদের সামনে আনা।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘রামু থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটনার মামলাগুলোর কোনোটার চার্জশিট হয়েছে দুই বছর পর, ফলে সাক্ষী পাওয়া যায় না। কোনোটার এখনও চার্জশিটই হয়নি। বিচার না হওয়ার ফলে এরা সাহস পেয়ে গেছে। এই বিষয়টি আমরা বলেছি।’ রাশেদ খান মেনন বলেন, ‘আরেকটি কথা বলেছি- যেসব স্থানে পূজাম-প ধ্বংস হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পীরগঞ্জে বাড়িঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা বলেছি, দেশের অন্যান্য স্থানে যেসব ভাঙচুর হয়েছে, সেখানেও ক্ষতিপূরণ দিতে হবে।’