বিনোদন ডেস্ক : তাপসী পান্নু আউটসাইডার হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে শুরু করেন। তবে ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’, ‘সাবাস মিঠু’-র মতো একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র পেতে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি তাকে। কয়েক বছরের মধ্যেই বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন নায়িকা।
একটা কথা প্রচলিত আছে যে, অডিশন ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না। কিন্তু তাপসী ব্যতিক্রম। এই অভিনেত্রী অডিশন না দিয়েই একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। বিষয়টি নিয়ে তাপসী জানান, চশমে বদ্দুর ছবিতে আমাকে অডিশন দিতে হয়নি। ভাগ্যিস অডিশন হয়নি। তখনও আমি এই শিল্পের ব্যাপারে তেমন কিছুই জানতাম না। আমার ট্রেনিং চলছিল। তবে কী যদি তখন অডিশন হতো আমি পাস করতে পারতাম না। তখন অনেকে বলতেন, আমার মধ্যে প্রীতি জিন্টার ছাপ রয়েছে। সেজন্য বলিউড ব্রেক পেয়েছিলাম। তিনি আরও বলেন, অভিনেত্রী হওয়ার কারণে বছরে একটা ছবি করে বসে থাকতে পারব না আমি। এমন বিলাসিতা দেখানোর সুযোগ নেই। বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের ফারাক নিয়ে একথা বলেন তিনি।
অডিশন ছাড়াই সিনেমায় সুযোগ পান তাপসী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ